পিআর পদ্ধতি, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলে যেকোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১৯ জুলাইয়ের ঢাকা সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াত, যেখানে কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।’
তিনি আরও জানান, সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হবে। সমাবেশ ঘিরে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে ডিএমপি সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান জামায়াত নেতা।