ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘স্বেচ্ছায় প্রত্যাবাসন’ এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে সব সম্প্রদায়ের নিরাপত্তায় ‘অব্যাহত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।

তারা রোহিঙ্গাদের ‘নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন, যারা বেশিরভাগই মুসলমান এবং নিপীড়ন ও গণহত্যার কারণে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে, বিশেষ করে ২০১৭ সাল থেকে।

চলতি সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

এক যৌথ বিবৃতিতে শীর্ষ কূটনীতিকরা বলেন, ‘আমরা রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন এবং টেকসই ও ন্যায়সঙ্গত উন্নয়ন নিশ্চিত করার জন্য মিয়ানমারের প্রচেষ্টার প্রতি আসিয়ানের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

জোটের শীর্ষ কূটনীতিকরা বাস্তুচ্যুতদের সরাসরি রোহিঙ্গা হিসেবে চিহ্নিত না করে রাখাইন রাজ্য থেকে যাচাইকৃত বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য দ্বিপক্ষীয় প্রত্যাবাসন উদ্যোগসহ মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ‘অব্যাহত ব্যস্ততা ও সহযোগিতা’কেও স্বাগত জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের অব্যাহত সহায়তা প্রত্যাশা করছি।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে জোট রাখাইন রাজ্যে টেকসই ও ন্যায়সঙ্গত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি ‘অব্যাহত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক জান্তা শাসিত মিয়ানমার বর্তমানে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার বিচারাধীন।

সামরিক অভ্যুত্থানের পর আসিয়ান তাদের বার্ষিক বৈঠকে মিয়ানমারকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেয়।

তবে সামরিক জান্তা জানিয়েছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এ বছরের শেষে অথবা এ বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, মিয়ানমারের নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে ইইউ একমত হয়েছে।

মালয়েশিয়া আসিয়ানের বর্তমান চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান

আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘স্বেচ্ছায় প্রত্যাবাসন’ এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে সব সম্প্রদায়ের নিরাপত্তায় ‘অব্যাহত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।

তারা রোহিঙ্গাদের ‘নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন, যারা বেশিরভাগই মুসলমান এবং নিপীড়ন ও গণহত্যার কারণে মিয়ানমার থেকে পালিয়ে এসেছে, বিশেষ করে ২০১৭ সাল থেকে।

চলতি সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

এক যৌথ বিবৃতিতে শীর্ষ কূটনীতিকরা বলেন, ‘আমরা রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন এবং টেকসই ও ন্যায়সঙ্গত উন্নয়ন নিশ্চিত করার জন্য মিয়ানমারের প্রচেষ্টার প্রতি আসিয়ানের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

জোটের শীর্ষ কূটনীতিকরা বাস্তুচ্যুতদের সরাসরি রোহিঙ্গা হিসেবে চিহ্নিত না করে রাখাইন রাজ্য থেকে যাচাইকৃত বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য দ্বিপক্ষীয় প্রত্যাবাসন উদ্যোগসহ মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ‘অব্যাহত ব্যস্ততা ও সহযোগিতা’কেও স্বাগত জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের অব্যাহত সহায়তা প্রত্যাশা করছি।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে জোট রাখাইন রাজ্যে টেকসই ও ন্যায়সঙ্গত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি ‘অব্যাহত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক জান্তা শাসিত মিয়ানমার বর্তমানে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার বিচারাধীন।

সামরিক অভ্যুত্থানের পর আসিয়ান তাদের বার্ষিক বৈঠকে মিয়ানমারকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেয়।

তবে সামরিক জান্তা জানিয়েছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এ বছরের শেষে অথবা এ বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, মিয়ানমারের নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে ইইউ একমত হয়েছে।

মালয়েশিয়া আসিয়ানের বর্তমান চেয়ারম্যান।