চোট থেকে ফেরার পর আবারো মাঠে নেমে নিজের জাদু দেখালেন নেইমার। সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের পর প্রথম ম্যাচেই আলো ছড়ালেন ব্রাজিলিয়ান তারকা। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন, করালেনও। তার পারফরম্যান্সে সান্তোস জিতেছে ৩–১ ব্যবধানে।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই খেলেছেন নেইমার। প্রতিপক্ষের বেশ কিছু কড়া ট্যাকলের মুখে পড়লেও নিজের পরিচিত ছন্দে খেলেছেন তিনি। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার, যা সান্তোসে যোগ দেয়ার পর তার চতুর্থ গোল। ৩১ মিনিটে গিয়ের্মের গোলেও ছিল তার অ্যাসিস্ট।
বিরতির পর অবশ্য আর মাঠে ফেরেননি তিনি। নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন পাদুলা।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার গুরুত্ব হচ্ছে ছন্দে ফেরা। আমরা বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আবার শুরু করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন অনেক ভালো অনুভব করছি।’
এই ম্যাচটি বিশেষ ছিল সান্তোসের নতুন এক মুখের জন্যও, ক্লাবটির কিংবদন্তি ও ব্রাজিলিয়ান তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাবার ৭ নম্বর জার্সি পরে সান্তোসের মূল দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন। অভিষেক ম্যাচেই দিয়েগো পিতুচার গোলে অ্যাসিস্ট করে আলোচনায় আসেন তিনি।
তবে ম্যাচটি শেষ পর্যন্ত পূর্ণ সময় খেলা সম্ভব হয়নি। দর্শকদের একাধিকবার মাঠে ঢুকে পড়ার কারণে দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে খেলা বন্ধ করে দিতে হয়।
নেইমারের ফর্মে ফেরা এবং রবিনিও জুনিয়রের ঝলকে ভক্ত-সমর্থকেরা যেমন আনন্দিত, তেমনি সান্তোসও নতুন মৌসুম শুরুর আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এই ম্যাচের মাধ্যমে।