যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সময় কর্তব্যরত ছয় সিক্রেট সার্ভিস এজেন্টকে ১০ থেকে ৪২ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।
সিক্রেট সার্ভিস এজেন্টদের চিহ্নিত করেনি বা তাদের বরখাস্তের জন্য নির্দিষ্ট ভিত্তি প্রকাশ করেনি।
২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। বন্দুকধারী নিকটবর্তী একটি ছাদে ঢুকে সাবেক প্রেসিডেন্টের সরাসরি দৃষ্টিসীমা অতিক্রম করে।
এতে ট্রাম্প ও অন্যরা আহত হন এবং একজন পথচারী ও বন্দুকধারী নিহত হন। সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু হয়েছিল এবং এর পরিচালক পদত্যাগ করেছিলেন।
শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ছাদে এজেন্ট মোতায়েন না করে এবং যোগাযোগ ব্যবস্থায় স্থানীয় পুলিশকে অন্তর্ভুক্ত না করে সিক্রেট সার্ভিস ভুল করেছে।
"তাই ভুল হয়েছে। ফক্স নিউজের 'মাই ভিউ উইথ লারা ট্রাম্প'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা হওয়া উচিত হয়নি।
ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের পরিচালক শন কুরান এক বিবৃতিতে বলেন, 'ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে সংস্থাটি অনেক পদক্ষেপ নিয়েছে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা কংগ্রেসনাল ওভারসাইট বডির ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি বাস্তবায়ন করেছে। আরও ১৬টি সুপারিশ প্রক্রিয়াধীন রয়েছে এবং নয়টি সিক্রেট সার্ভিসের দিকে নির্দেশিত হয়নি বলে জানিয়েছে তারা।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা গলফ কোর্সের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে। বাটলারকে হত্যা চেষ্টার পর তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সের কাছে বন্দুকধারী এক ব্যক্তি লুকিয়ে ছিল।