ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই বড় আন্দোলন গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরে সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে নির্বাচন কমিশনকে, যা ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। তবে এনসিপি সেটি হতে দেবে না।

আজ (শুক্রবার, ১১ জুলাই) জুলাই পদযাত্রার ১১তম দিনে যশোরে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন নাহিদ ইসলাম। এসময় জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের ভোট টানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে ‘মব’ হিসেবে বর্ণনা করছে। তিনি বলেন, ‘কিছুদিন পর বলা হবে, ৫ আগস্ট একটি মব ছিল। তাই সরকারের উচিত দ্রুত জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা, যা সকল আহত ও শহিদদের জন্য প্রয়োজন।’

এছাড়া হাসপাতালে আহতরা জানান, আন্দোলনে সন্তান হারানো পরিবারগুলোর খোঁজ রাখার কেউ নেই। এতে এনসিপির নেতারা দুঃখ প্রকাশ করেন এবং ডা. তাসনিম জারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

দিনশেষে যশোর রেলস্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রা কোর্ট মোড়ে শেষ হয়। সেখানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘রাজনৈতিক দলগুলো শাপলা প্রতীক দিতে ভয় পাচ্ছে, তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই বড় আন্দোলন গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরে সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে নির্বাচন কমিশনকে, যা ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। তবে এনসিপি সেটি হতে দেবে না।

আজ (শুক্রবার, ১১ জুলাই) জুলাই পদযাত্রার ১১তম দিনে যশোরে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন নাহিদ ইসলাম। এসময় জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের ভোট টানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে ‘মব’ হিসেবে বর্ণনা করছে। তিনি বলেন, ‘কিছুদিন পর বলা হবে, ৫ আগস্ট একটি মব ছিল। তাই সরকারের উচিত দ্রুত জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা, যা সকল আহত ও শহিদদের জন্য প্রয়োজন।’

এছাড়া হাসপাতালে আহতরা জানান, আন্দোলনে সন্তান হারানো পরিবারগুলোর খোঁজ রাখার কেউ নেই। এতে এনসিপির নেতারা দুঃখ প্রকাশ করেন এবং ডা. তাসনিম জারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

দিনশেষে যশোর রেলস্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রা কোর্ট মোড়ে শেষ হয়। সেখানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘রাজনৈতিক দলগুলো শাপলা প্রতীক দিতে ভয় পাচ্ছে, তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছে।’