সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর

- আপডেট সময় : ০২:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে।’ এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নিবেন বলে প্রত্যাশা রিজভীর।
দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। বলেন, সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে।
বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।’