সংস্কার ছাড়া নির্বাচনে সকল অর্জন মলিন হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

- আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। সরকারপ্রধানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১১ জুলাই) সকালে যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তিনি এ কথা বলেন।
পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার-সংস্কার ও জুলাই সনদের দায়িত্বও দেয়া হয়েছে। এসময় দলটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, যে সংবিধান ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি ঠেকাতে পারে নি তা পরিবর্তন আবশ্যক।
মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে পদযাত্রা বের করবে এনসিপি। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যশোরে সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে।