এসি মিলানের ফরাসি ফুল-ব্যাক থিও হার্নান্দেজকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল।
ইতালিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিরি আ'র দল ছাড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
হার্নান্দেজ ফ্রান্সের হয়ে ৩৮ বার দুটি গোল করেছেন এবং ২০২২ কাতারে ২০২২ সালের ফাইনালে পেনাল্টিতে আর্জেন্টিনার পরাজয়সহ গত বিশ্বকাপে এই পরিসংখ্যান অর্জন করেছিলেন।
আগামী বিশ্বকাপের এক বছর আগে সৌদি প্রো লিগে যাওয়াকে কোচ দিদিয়ের দেশমের ফের দলে ডাক পাওয়ার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
তবে সৌদি আরবের আরেক ক্লাব আল-ইত্তিহাদে খেলার সময় দেশম এনগোলো কান্তেকে ইউরো ২০২৪ এর জন্য বেছে নেওয়ায় তিনি উৎসাহ নিতে পারেন।
তিনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের ছোট ভাই।