নতুন রাজনৈতিক দলের ভেতরেও ছাত্রলীগ রয়েছে, গয়েশ্বরের দাবি

- আপডেট সময় : ১১:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দলের ভেতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগেরও কেউ কেউ আছেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নিজেদের ঢেকে রেখেছেন— এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শুক্রবার, ১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাসের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ‘একটি পক্ষ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না।’
গয়েশ্বর আরও বলেন, ‘দেশ একবারই স্বাধীন হয়েছে। একটা দেশ বারবার স্বাধীন হয় না। কোনো একজন সন্তান বারবার জন্মায় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার বদলের আন্দোলন আর মুক্তিযুদ্ধ এক না। এ দুটোকে তুলনা করাটা আমার মনে হয় যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাদের অপমান করা, অসম্মান করা হয়।’
একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে ছাত্রদের কিছু কিছু কর্মকাণ্ড বৈষম্য তৈরি করছে মন্তব্য করেন তিনি। বলেন, ‘হাসিনার বিতর্কিত মন্তব্যের কারণেই জুলাই আন্দোলন ফুঁসে উঠেছিলো।’
এছাড়াও জুলাই আহত ও শহিদদের নাম বিক্রি করে নিজের স্বার্থ হাসিল না করারও আহ্বান জানান তিনি। পাশাপাশি আহত ও শহিদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।