গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে—এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।
আজ (শনিবার, ১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঢাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অনুসন্ধানে কাজ করছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ় পদক্ষেপ নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘নির্বাচনের আগে যে কোনো মূল্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।’
সাংবাদিকদের প্রতি আশ্বাস দিয়ে উপ-প্রেস সচিব জানান, ‘আগের মতো নির্বাচনের সময় সাংবাদিকরা আর হয়রানির শিকার হবেন না। তথ্যপ্রবাহে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’
এসময় তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যেসব মামলা ছিল, তা বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং ছাড়া সব ধারাই জামিনযোগ্য করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা এবং রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।
সরকারের দলীয় পরিচয় নেই উল্লেখ করে প্রেস উইং কর্মকর্তারা বলেন, এই প্রশাসন নিরপেক্ষ থাকবে। কেউ অনিয়ম করলে প্রশাসনকে জানাবেন। সরকার আইন প্রয়োগে কারও প্রতি পক্ষপাত দেখাবে না।