গাজায় যুদ্ধবিরতি আলোচনা আটকে গেছে

- আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা এই অঞ্চলে সেনা রাখার ইসরায়েলের প্রস্তাবের কারণে আটকে রয়েছে, আলোচনার বিষয়ে অবহিত দুটি ফিলিস্তিনি সূত্র শনিবার জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সৃষ্ট ২১ মাসের সংঘাত সাময়িকভাবে বন্ধের বিষয়ে একমত হওয়ার চেষ্টা করতে গত রোববার কাতারে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনা শুরু করেন।
হামাস ও ইসরায়েল উভয়েই বলেছে, ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো গেলে ১০ জীবিত জিম্মি, যাদের সেদিন অপহরণ করা হয়েছিল এবং যারা এখনও বন্দী রয়েছে তাদের মুক্তি দেওয়া হবে।
তবে ফিলিস্তিনের একটি ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, গাজা থেকে সব সেনা প্রত্যাহারে ইসরায়েলের অস্বীকৃতি একটি চুক্তি নিশ্চিত করার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
সূত্রটি বলেছে, “শুক্রবার পর্যন্ত প্রত্যাহারের একটি মানচিত্র উপস্থাপনের বিষয়ে ইসরায়েলের জেদের কারণে দোহায় আলোচনা একটি ধাক্কা এবং জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, যা আসলে সত্যিকারের প্রত্যাহারের পরিবর্তে ইসরায়েলি সেনাবাহিনীর পুনঃমোতায়েন এবং পুনঃস্থাপনের মানচিত্র।
হামাস বলেছে, তারা ২০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার চায়।
সূত্রটি জানায়, আলোচনায় ইসরায়েলি প্রতিনিধি দল একটি মানচিত্র উপস্থাপন করেছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডের ৪০ শতাংশের বেশি এলাকায় সামরিক বাহিনী বজায় রাখার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, হামাসের প্রতিনিধিদল ইসরাইলের মানচিত্র মেনে নেবে না। কারণ তারা মূলত গাজা উপত্যকার প্রায় অর্ধেক অংশ পুনর্দখলকে বৈধতা দেয় এবং গাজাকে বিচ্ছিন্ন অঞ্চলে পরিণত করে যেখানে কোনও ক্রসিং বা চলাচলের স্বাধীনতা নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দোহায় পৌঁছানো পর্যন্ত আলোচনা স্থগিত রাখতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।
ফিলিস্তিনের দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজায় আরও সহায়তা পাওয়ার পরিকল্পনায় ‘কিছু অগ্রগতি’ হয়েছে।
তবে তারা ইসরায়েলি প্রতিনিধি দলের কোনও কর্তৃত্ব নেই এবং “নির্মূলের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চুক্তিটি স্থগিত ও বাধা দেওয়ার” অভিযোগ করেছে।