ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমারের বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি মঠে সাম্প্রতিক বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত হয়েছে এবং কেন্দ্রীয় সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, জান্তা সশস্ত্র গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলিকে আঘাত করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তাবিরোধী যোদ্ধা জানান, সর্বশেষ ঘটনাটি ঘটেছে লিন তা লু গ্রামে শুক্রবার রাত ১টার দিকে ‘মঠ হল, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিলেন’ সেখানে বিমান হামলা চালানো হয়।

তিনি বলেন, তিন শিশুসহ ২২ জন নিহত এবং দুজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

জান্তাবিরোধী এই যোদ্ধা বলেন, ‘তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকাই নিরাপদ। কিন্তু যেভাবেই হোক তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে।

জান্তার মুখপাত্র জ মিন তুন তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

স্থানীয় এক বাসিন্দা মঠ হলটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন।

তিনি জানান, নিহতদের শনাক্তকরণে সহায়তার জন্য ছবি তুলতে কবরস্থানে গেলে তিনি ২২টি লাশ গুনে ফেলেন।

তিনি বলেন, ‘অনেকের দেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল বা ছিন্নভিন্ন হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘এটা দেখে খারাপ লাগছে।

সাগাইং অঞ্চল মার্চ মাসে একটি বিধ্বংসী ৭.৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, যাতে প্রায় ৩,৮০০ লোক মারা গিয়েছিল এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছিল।

ভূমিকম্পের পর জান্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কথিত যুদ্ধবিরতি হলেও বিমান হামলা ও লড়াই অব্যাহত রয়েছে বলে সংঘাত পর্যবেক্ষকরা জানিয়েছেন।

গত মে মাসে সাগাইংয়ের ওই হতেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় ২০ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি মঠে সাম্প্রতিক বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত হয়েছে এবং কেন্দ্রীয় সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, জান্তা সশস্ত্র গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলিকে আঘাত করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তাবিরোধী যোদ্ধা জানান, সর্বশেষ ঘটনাটি ঘটেছে লিন তা লু গ্রামে শুক্রবার রাত ১টার দিকে ‘মঠ হল, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিলেন’ সেখানে বিমান হামলা চালানো হয়।

তিনি বলেন, তিন শিশুসহ ২২ জন নিহত এবং দুজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

জান্তাবিরোধী এই যোদ্ধা বলেন, ‘তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকাই নিরাপদ। কিন্তু যেভাবেই হোক তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে।

জান্তার মুখপাত্র জ মিন তুন তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

স্থানীয় এক বাসিন্দা মঠ হলটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন।

তিনি জানান, নিহতদের শনাক্তকরণে সহায়তার জন্য ছবি তুলতে কবরস্থানে গেলে তিনি ২২টি লাশ গুনে ফেলেন।

তিনি বলেন, ‘অনেকের দেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল বা ছিন্নভিন্ন হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘এটা দেখে খারাপ লাগছে।

সাগাইং অঞ্চল মার্চ মাসে একটি বিধ্বংসী ৭.৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, যাতে প্রায় ৩,৮০০ লোক মারা গিয়েছিল এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছিল।

ভূমিকম্পের পর জান্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কথিত যুদ্ধবিরতি হলেও বিমান হামলা ও লড়াই অব্যাহত রয়েছে বলে সংঘাত পর্যবেক্ষকরা জানিয়েছেন।

গত মে মাসে সাগাইংয়ের ওই হতেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় ২০ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন।