২০ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত হলো ১৫ দলের অংশগ্রহণ

- আপডেট সময় : ০৩:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ১৫টি দেশ। এই তালিকায় প্রথমবারের মতো নাম লিখিয়েছে ইতালি ও নেদারল্যান্ডস। ফুটবলপ্রধান ইউরোপীয় দুটি দেশ, যাদের জন্য এই অর্জন একটি ঐতিহাসিক মাইলফলক।
গতকাল শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি ও নেদারল্যান্ডস। এ নিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা দলের সংখ্যা দাঁড়াল ১৫।
২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপেও অংশ নেবে মোট ২০টি দল, যা ২০২৪ সালের ফরম্যাটের অনুরূপ।
এরই মধ্যে আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। পাশাপাশি, ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো- বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড পাবে সরাসরি অংশগ্রহণের সুযোগ।
এর বাইরে, অঞ্চলভিত্তিক বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে ১৩তম দেশ হিসেবে প্রথম যুক্ত হয় কানাডা। আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে তারা জায়গা করে নেয় ২০২৬ বিশ্বকাপে।
অঞ্চলভিত্তিক বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে ২টি দল (ইতালি ও নেদারল্যান্ডস) সুযোগ পেয়েছে। আফ্রিকা থেকে আসবে ২টি এবং এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসবে মোট ৩টি দল। এই তিন অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা এখনো শুরু হয়নি।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হওয়া ১৫ দল-
ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।