নওগাঁয় বাসে আগুন

নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪৯৭ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনের আগের রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাসের অধিকাংশ স্থান পুড়ে গেছে।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই বাসের অধিকাংশ স্থান পুড়ে যায়।
আবুল কালাম আজাদ আরও জানান, বাসে অগ্নি সংযোগকারী দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।