ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাটোরে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জিএম ট্রাভেলসের তিনটি বাস পুড়ে গেছে।

আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রল পাম্পের কর্মচারী নাজমুল হোসেন জানান, অবরোধের কারণে জি.এম ট্রাভেলসের তিনটি বাস পাম্পে পার্কিং করা ছিল। ভোরে হঠাৎ করে একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখানে গিয়ে আগুন দেখতে পান তাঁরা।

এ সময় পাম্পে কর্মরত অন্যান্যরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাসের পাশে রাখা আরও দুটি বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি শফিউল আযম জানান, এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাম্পের পেছন থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জিএম ট্রাভেলসের তিনটি বাস পুড়ে গেছে।

আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

পেট্রল পাম্পের কর্মচারী নাজমুল হোসেন জানান, অবরোধের কারণে জি.এম ট্রাভেলসের তিনটি বাস পাম্পে পার্কিং করা ছিল। ভোরে হঠাৎ করে একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখানে গিয়ে আগুন দেখতে পান তাঁরা।

এ সময় পাম্পে কর্মরত অন্যান্যরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাসের পাশে রাখা আরও দুটি বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি শফিউল আযম জানান, এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পাম্পের পেছন থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।