কালাজ্বর নির্মূলে বাংলাদেশের স্বীকৃতির সনদ প্রধানমন্ত্রীর হাতে
- আপডেট সময় : ০৭:৩৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৭শে নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সম্মাননা স্বারক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এর আগে, ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচওর) ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশকে এ স্বীকৃতি দেয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেকের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেরডর আধানম এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালা-আজার, কালাজ্বর, ডামডাম ফিভার পরিচিত একটি রোগ। গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় এই রোগের সংক্রমণ বেড়ে যায়। বিশ্বের ৬০টিরও বেশি দেশে কালো জ্বরের প্রকোপ আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, ব্রাজিল, নেপাল এবং সুদানের মতো দেশে কালাজ্বরের ঝুঁকি বেশি। বিশ্বব্যাপী প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ কালো জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। প্রতি বছর ১.৫ থেকে ২ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।