১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সোনাবাহিনী

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় ২৬জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সোনাবাহিনী। একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের হেবরনের নিকটবর্তী বানি নাইম শহর থেকে গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরনের উত্তরে আররুব শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে একজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তার ব্যক্তির নাম আল-তিতি।

এ ছাড়া রামাল্লার পশ্চিমে বিতুনিয়া শহরেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে মুহাম্মদ আল-ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জালাজাউন শরণার্থী শিবির থেকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে কাফর নিমা গ্রাম, পূর্বে দেইর দিবওয়ান গ্রাম এবং নাবলুসের পূর্বে আল-বাথান গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে।

গত শুক্রবার থেকে চারদিনের যুদ্ধবিরতি চলছে গাজায়। এই যুদ্ধবরিতির মধ্যেই গত শনিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে ৬জনকে মেরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পশ্চিম তীরের ২৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

২৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সোনাবাহিনী

আপডেট : ০৭:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় ২৬জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সোনাবাহিনী। একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের হেবরনের নিকটবর্তী বানি নাইম শহর থেকে গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হেবরনের উত্তরে আররুব শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে একজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তার ব্যক্তির নাম আল-তিতি।

এ ছাড়া রামাল্লার পশ্চিমে বিতুনিয়া শহরেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে মুহাম্মদ আল-ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জালাজাউন শরণার্থী শিবির থেকে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার পশ্চিমে কাফর নিমা গ্রাম, পূর্বে দেইর দিবওয়ান গ্রাম এবং নাবলুসের পূর্বে আল-বাথান গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে।

গত শুক্রবার থেকে চারদিনের যুদ্ধবিরতি চলছে গাজায়। এই যুদ্ধবরিতির মধ্যেই গত শনিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে ৬জনকে মেরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পশ্চিম তীরের ২৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি। কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।