০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে পড়া নেইমার ও ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে রদ্রিগো জোড়া গোল করেন। মাদ্রিদ জায়ান্টদের অন্য গোলদাতা জুড বেলিংহাম।

রবিবার (২৬ নভেম্বর) কাদিজের মাঠে প্রতিপক্ষকে চেপে ধরেই খেলা শুরু করে আনসেলোত্তির দল। ১৪ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় অতিথি দল। কয়েক জনকে কাটিয়ে ‘ডি’ বক্সের মাথা থেকে জাল খুঁজে নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে ব্যবধান বাড়াতে ব্যর্থ রিয়াল ৬৩ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়।

লুকা মদ্রিচের শট পোস্টে লাগে। পরের মিনিটে রদ্রিগো চমৎকার ফিনিশিংয়ে লিড ২-০ করেন। ছন্দে থাকা বেলিংহাম ৭৪ মিনিটে চলতি লিগে তার ১১তম গোলটি করে দলের জয় ৩-০’তে নিশ্চিত করেন। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ১৪টি।

জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

আপডেট : ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে পড়া নেইমার ও ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে রদ্রিগো জোড়া গোল করেন। মাদ্রিদ জায়ান্টদের অন্য গোলদাতা জুড বেলিংহাম।

রবিবার (২৬ নভেম্বর) কাদিজের মাঠে প্রতিপক্ষকে চেপে ধরেই খেলা শুরু করে আনসেলোত্তির দল। ১৪ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় অতিথি দল। কয়েক জনকে কাটিয়ে ‘ডি’ বক্সের মাথা থেকে জাল খুঁজে নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে ব্যবধান বাড়াতে ব্যর্থ রিয়াল ৬৩ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়।

লুকা মদ্রিচের শট পোস্টে লাগে। পরের মিনিটে রদ্রিগো চমৎকার ফিনিশিংয়ে লিড ২-০ করেন। ছন্দে থাকা বেলিংহাম ৭৪ মিনিটে চলতি লিগে তার ১১তম গোলটি করে দলের জয় ৩-০’তে নিশ্চিত করেন। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ১৪টি।