চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১৬০০

- আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৪৮৬ বার পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন রাজধানীর ও ৪ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০৬ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২০ জন। এদের মধ্যে ২১৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিন হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।