পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি
- আপডেট সময় : ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও লম্বা সময় বাকি। কিন্তু এরই মধ্যে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে ভারত। আর সেক্ষেত্রে বাবর-রিজওয়ানদের দেশে উক্ত টুর্নামেন্ট হওয়া নিয়েই দেখা দিয়েছে সংশয়।
নিরাপত্তার অজুহাতে রোহিত-কোহলিরা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে নাও পারে। সেই শঙ্কা থেকে আগেভাগেই আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পিসিবি।
জানা গেছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে। যদি পাকিস্তানে আয়োজন সম্ভব না হয় সেক্ষেত্রে নতুন ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পুরো টুর্নামেন্টটি হতে পারে সেখানে।
এছাড়া আরও একটি বিকল্প পদ্ধতিও হয়েছে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন হতে পারে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে, আর অন্য দলগুলোর ম্যাচ পাকিস্তানে।