বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩১০ রানে
- আপডেট সময় : ০৬:৩২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩১০ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
৯ উইকেটে ৩১০ রান নিয়ে শুরু করা বাংলাদেশ আজ কোনো রানই যোগ করতে পারেনি। প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডবি¬উর শিকার হয়েছেন শরীফুল ইসলাম। এখন ব্যাটিং করছে নিউজিল্যান্ড দল।
এর আগে প্রথম দিনে ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ৮৬ রান করলেও বাকিদের কেউ ইনিংস বড় করতে পারেনি। নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক সর্বোচ্চ ৩৭ রান করে করেন। নিউজিল্যান্ডের গে¬ন ফিলিপস ১৬ ওভারে ৫৪ রান দিয়ে নেন ৪ উইকেট।
ব্যাট করতে নামা নিউজিল্যান্ডও স্বস্তিতে নেই। প্রথম সেশনে ২ উইকেটে ৭৮ রান করেছে নিউজিল্যান্ড।
শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের বল প্রাথমিকভাবে সামলে নিয়েছিলেন দুই বাঁহাতি টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। দ্বিতীয় ওভারেই একটা রিভিউ নষ্ট হয়েছে। কনওয়ের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেছিলেন মিরাজ। কিন্তু রিভিউ দেখিয়েছে মাঠের আম্পায়ারই সঠিক ছিলেন।
মিরাজের চেয়ে শরীফুলের বলেই আউট হওয়ার সম্ভাবনা জেগেছে বেশি। কিন্তু দারুণ বল করেও উইকেট পাননি দলের একমাত্র পেসার। ১২ ওভারে ৩৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। এরপর বোলিংয়ে প্রথম পরিবর্তন। বল করতে আসেন তাইজুল ইসলাম এবং প্রথম ওভারেই উইকেট।
লেগ স্টাম্পের বাইরে বেশ বাজে একটা বল ছিল। সে বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন ল্যাথাম (২১)। ১৫ বল পর আউট কনওয়েও (১২)। মিরাজের বল ফরওয়ার্ড ডিফেন্স করেছিলেন। কিন্তু বল ব্যাটের স্পর্শ নিয়ে প্যাডে আঘাত হেনে উঠে যায়। ঝাঁপ দিয়ে তা হাতে আটকে ফেলেন সিলি পয়েন্টে থাকা শাহাদাত হোসেন। ৪৪ রানে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।
কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলস বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি। তবে সিলেটে প্রথম দিনেও প্রথম তিন ঘন্টা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো কন্ডিশন ছিল। দিনের বাকি অংশেই স্পিনাররা রাজত্ব করেছিলেন।