১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হামাস ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পঞ্চম ও বর্ধিত সময়ের প্রথমদিনে ১২ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এদিকে, ইসরাইলে যাওয়া ইলন মাস্ককে গাজার বর্বরতাও দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস।

বর্ধিত যুদ্ধবিরতির শর্ত মেনে মঙ্গলবার রাতে ১২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরমধ্যে ১০ জন ইসরাইলি। বাকি দু’জন থাইল্যান্ডের নাগরিক। এনিয়ে পাঁচদিনে ৮১ জন জিম্মিকে মুক্তি দিলো হামাস।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি ১০ জন হলেন, তামার মেতজার (৭৮), ডিটজা হেম্যান (৮৪), নরলিন বাবদিলা (৬০), আদা সাগি (৭৫), ওফেলিয়া এডিথ রোইটম্যান (৭৭), রিমন কির্ষ্ট (৩৬), মেরাভ তাল (৫৩), ক্লারা মারমান (৬৩) ও লেইমবার্গ পরিবারের গ্যাব্রিয়েলা লেইমবার্গ (৫৯) এবং মিয়া লেইমবার্গ (১৭)।

ওদিকে ইসরায়েলি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। কাতার জানিয়েছে, আজ (মঙ্গলবার) রাতে ইসরায়েলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন নাবালক রয়েছেন। তাদেরকে গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে।

পাল্টাপাল্টি মুক্তি প্রক্রিয়ায় ইসরাইলের কারাগার থেকে আরও ৩০ ফিলিস্তিনিকে ছাড়া হয়েছে। তাদের সবাই নারী ও শিশু। জিম্মি মুক্তির বিনিময়ে এনিয়ে ১৮০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর জন্য শুরু হয়েছে নানামুখী কূটনৈতিক তৎপরতা।

এবিষয়ে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সাথে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের দিনই যুদ্ধবিরতি আরও পাঁচদিন বাড়ানোর বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে তেল-আবিব।

এদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যে মঙ্গলবার রাতেও পশ্চিম তীরে হানা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। গুলিবিদ্ধ হয়েছে অন্তত পাঁচ ফিলিস্তিনি। ড্রোন হামলা হয়েছে জেনিন শরণার্থী শিবিরে। এ অবস্থায় হামাসের হামলার স্থল পরিদর্শন করা, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বিপরীত চিত্র দেখতে গাজা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। হামাসের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

হামাস ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল

আপডেট : ০৭:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পঞ্চম ও বর্ধিত সময়ের প্রথমদিনে ১২ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এদিকে, ইসরাইলে যাওয়া ইলন মাস্ককে গাজার বর্বরতাও দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস।

বর্ধিত যুদ্ধবিরতির শর্ত মেনে মঙ্গলবার রাতে ১২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরমধ্যে ১০ জন ইসরাইলি। বাকি দু’জন থাইল্যান্ডের নাগরিক। এনিয়ে পাঁচদিনে ৮১ জন জিম্মিকে মুক্তি দিলো হামাস।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি ১০ জন হলেন, তামার মেতজার (৭৮), ডিটজা হেম্যান (৮৪), নরলিন বাবদিলা (৬০), আদা সাগি (৭৫), ওফেলিয়া এডিথ রোইটম্যান (৭৭), রিমন কির্ষ্ট (৩৬), মেরাভ তাল (৫৩), ক্লারা মারমান (৬৩) ও লেইমবার্গ পরিবারের গ্যাব্রিয়েলা লেইমবার্গ (৫৯) এবং মিয়া লেইমবার্গ (১৭)।

ওদিকে ইসরায়েলি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। কাতার জানিয়েছে, আজ (মঙ্গলবার) রাতে ইসরায়েলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন নাবালক রয়েছেন। তাদেরকে গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে।

পাল্টাপাল্টি মুক্তি প্রক্রিয়ায় ইসরাইলের কারাগার থেকে আরও ৩০ ফিলিস্তিনিকে ছাড়া হয়েছে। তাদের সবাই নারী ও শিশু। জিম্মি মুক্তির বিনিময়ে এনিয়ে ১৮০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর জন্য শুরু হয়েছে নানামুখী কূটনৈতিক তৎপরতা।

এবিষয়ে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সাথে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের দিনই যুদ্ধবিরতি আরও পাঁচদিন বাড়ানোর বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে তেল-আবিব।

এদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যে মঙ্গলবার রাতেও পশ্চিম তীরে হানা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। গুলিবিদ্ধ হয়েছে অন্তত পাঁচ ফিলিস্তিনি। ড্রোন হামলা হয়েছে জেনিন শরণার্থী শিবিরে। এ অবস্থায় হামাসের হামলার স্থল পরিদর্শন করা, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বিপরীত চিত্র দেখতে গাজা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। হামাসের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।