রাজনীতির মাঠে পদার্পণ করে যে বক্তব্য দিলেন সাকিব
- আপডেট সময় : ০৪:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।
বাংলাদেশ দল এখন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত থাকলেও সাকিব আল হাসান ব্যস্ত নির্বাচন নিয়ে। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের সংসদীয় এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন এই তারকা।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজের জন্মভূমি মাগুরায় বিশাল গাড়িবহর নিয়ে হাজির হন সাকিব। মাগুরায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাগুরাবাসী।
বুধবার মাগুরায় পৌঁছার পর উপস্থিত নেতা-কর্মীদের সামনে রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্য রাখেন সাকিব। এসময় তিনি বলেন, ১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে সাকিব বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কতো ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিতে পারবে।
সাকিব আরও বলেন, উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।