০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপী চলছে বিএনপির হরতাল কর্মসূচি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে বুধবার (২৯ নভেম্বর) অষ্টম ধাপে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো।

গেল সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

হরতালের দিন সকালে রাজধানীর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে জন-সাধারণ ও গণপরিবহন চলাচল কিছুটা কম রয়েছে। যাত্রী ও পথচারীরা প্রয়োজনের তাগিদে নামছেন সড়কে। গাড়ি চালকেরা জানান, অফিসের সময় যাত্রী কিছুটা বেশি থাকলেও পরে চাপ কিছুটা কমে।

এদিকে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর প্রধান প্রধান পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, চলছে টহল।

বিএনপির ডাকা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙায় যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। এতে এক নারী আহত হয়েছেন। উপজেলার যৌথ খামার এলাকায় গতকাল বুধবার রাতে এসব ঘটনা ঘটে।

ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা জানান, রাতে যৌথখামার এলাকায় খাগড়াছড়িগামী যানবাহনে পাহাড় থেকে নেমে হামলা করে দুবৃর্ত্তরা। এ সময় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে। বাসে থাকা এক নারী যাত্রী আহত হয়। হামলায় অন্তত ৫০-৬০ জন অংশ নেয় জানান ভুক্তভোগীরা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই তাদের এ কর্মসূচি।

বিএনপির এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি এরই মধ্যে এই তফসিল প্রত্যাখান করেছে। তাদের দাবি, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনেই অংশ নেবে না।

মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। পরে ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে। পরে ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেন।

পরে ৮ নভেম্বর থেকে শুরু হয় বিএনপির তৃতীয় দফার অবরোধ। চলে ১০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর ভোর ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পরে ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। পরে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি, শেষ হয় ২৪ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টায়। এর পর বিএনপি ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফায় অবরোধের ঘোষণা দেয়। যা শেষ হয় ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায়। সবশেষ বিএনপি একই দাবিতে ২৯ নভেম্বর (বুধবার) পালন করে আরেকদিনের অবরোধ কর্মসূচি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

দেশব্যাপী চলছে বিএনপির হরতাল কর্মসূচি

আপডেট : ০৩:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে বুধবার (২৯ নভেম্বর) অষ্টম ধাপে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো।

গেল সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

হরতালের দিন সকালে রাজধানীর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে জন-সাধারণ ও গণপরিবহন চলাচল কিছুটা কম রয়েছে। যাত্রী ও পথচারীরা প্রয়োজনের তাগিদে নামছেন সড়কে। গাড়ি চালকেরা জানান, অফিসের সময় যাত্রী কিছুটা বেশি থাকলেও পরে চাপ কিছুটা কমে।

এদিকে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর প্রধান প্রধান পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, চলছে টহল।

বিএনপির ডাকা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙায় যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। এতে এক নারী আহত হয়েছেন। উপজেলার যৌথ খামার এলাকায় গতকাল বুধবার রাতে এসব ঘটনা ঘটে।

ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা জানান, রাতে যৌথখামার এলাকায় খাগড়াছড়িগামী যানবাহনে পাহাড় থেকে নেমে হামলা করে দুবৃর্ত্তরা। এ সময় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে। বাসে থাকা এক নারী যাত্রী আহত হয়। হামলায় অন্তত ৫০-৬০ জন অংশ নেয় জানান ভুক্তভোগীরা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই তাদের এ কর্মসূচি।

বিএনপির এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি এরই মধ্যে এই তফসিল প্রত্যাখান করেছে। তাদের দাবি, এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনেই অংশ নেবে না।

মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। পরে ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে। পরে ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দেন।

পরে ৮ নভেম্বর থেকে শুরু হয় বিএনপির তৃতীয় দফার অবরোধ। চলে ১০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর ভোর ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টায়। পরে ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। পরে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি, শেষ হয় ২৪ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টায়। এর পর বিএনপি ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফায় অবরোধের ঘোষণা দেয়। যা শেষ হয় ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায়। সবশেষ বিএনপি একই দাবিতে ২৯ নভেম্বর (বুধবার) পালন করে আরেকদিনের অবরোধ কর্মসূচি।