ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না বলেও জানান স্টিফেন ডুজারিক।

স্টিফেন ডুজারিক বলেন, ‘জাতিসংঘ এই নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নির্বাচনে জড়িত সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনে কোন ধরনের হয়রানি যেন না হয়।’

এছাড়াও কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি।

স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশ ইস্যুতে হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের ওপর জোর দেয় জাতিসংঘ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না বলেও জানান স্টিফেন ডুজারিক।

স্টিফেন ডুজারিক বলেন, ‘জাতিসংঘ এই নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন করছে না। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নির্বাচনে জড়িত সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনে কোন ধরনের হয়রানি যেন না হয়।’

এছাড়াও কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি।

স্টিফেন ডুজারিক জানান, বাংলাদেশ ইস্যুতে হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের ওপর জোর দেয় জাতিসংঘ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।