‘ভোটাররা অংশ নিলেই তা হবে জনসম্পৃক্ত নির্বাচন’

- আপডেট সময় : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৪৮৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ভোটারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেটিই জনসম্পৃক্ত নির্বাচন বলে বিবেচিত হবে। তিনি বলেন, বড় কিংবা ছোট দলের মেজারমেন্টের কি আছে? যার সঙ্গে জনগণ আছে, জনগণের রায় আছে সেটাইতো বড় দল। জনগনের এই নির্বাচনে না আসলে তাকে কি ভাবে বড় দল হিসেবে আখ্যায়িত করা যায়।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘আমরা গত কয়েকটি নির্বাচনে বিএনপির ফলাফল দেখেছি, তাতে তাদেরকে বড় দল হিসেবে আখ্যায়িত করা যায় না। সেদিক থেকে আমি মনে করি বিএনপি এই মুর্হূতে নির্বাচনে অংশ নিলো কি না নিলো এ বিষয়ে খুব একটা প্রভাব বিস্তার করবে না।’
এসময় হানিফ আরো বলেন, বিএনপি হরতাল বা অবরোধের নামে যে সব কর্মসূচি দিচ্ছে এ্টা একটা হাস্যকর কর্মসূচিতে পরিণত হয়েছে। দূরপাল্লার বাস রাতে পেট্রোল বোমার কারণে আতংকিত তাই হয়তো কম বের হচ্ছে। এটাতো রাজনৈতিক কর্মকান্ড না এটা সন্ত্রাসী কর্মকান্ড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।