গাজায় ইসরাইলি হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৫:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরাইলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে ১৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।
গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরাইল এবং গাজা উপত্যকা সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার ভোরে উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শুরুর মধ্যে দিয়ে।
শুক্রবার ভোরের দিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে। এই ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ।
গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরাইলি বিমানবাহিনী।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, হামাসও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। গতকাল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর সাইরেন বেজে উঠে। গাজা সীমান্তের ইয়াদ মোরদেচাই ও নেটিভ হাতারা এলাকায় এই সাইরেন বাজানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, টানা ৭ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায়। এরপর গাজায় রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়। এ বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ায় গাজায় ফের হামলা শুরু হয়েছে।
গাজায় প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তা আরও দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর বৃহস্পতিবার আরও এক দফায় একদিনের জন্য এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়। শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে।
যুদ্ধবিরতির সময় সবমিলিয়ে এ পর্যন্ত ২১০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ১০০ জন ইসরায়েলি ও অন্যান্য বিদেশি নাগরিককে।
গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।