০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘নির্বাচনে হারের ভয়ে অংশ নিচ্ছে না বিএনপি’

বিএনপি আন্দোলনে হেরেছে, তাই নির্বাচনেও হারবে জেনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ভোট বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

এসময় আগামী ১০ই ডিসেম্বরের সমাবেশ ঘিরে কোনো সংঘাতের আশঙ্কা নেই জানিয়েছেন তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন বর্জন করেছে। তবে সংবিধান মেনেই নির্বাচন হবে, কেউ বাধা দিতে পারবে না। দেশে নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ বিরাজ করছে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনকে ঘিরে দেশের কোথাও সংঘাত-সংঘর্ষ বা সহিংসতা ঘটনা ঘটেনি। বিএনপি ও তাদের দোসররাই নাশকতার করে যাচ্ছে। কিন্তু নাশকতা পরাজিত হয়ে, জনগণের শক্তির বিজয় হবে।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

‘নির্বাচনে হারের ভয়ে অংশ নিচ্ছে না বিএনপি’

আপডেট : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

বিএনপি আন্দোলনে হেরেছে, তাই নির্বাচনেও হারবে জেনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ভোট বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

এসময় আগামী ১০ই ডিসেম্বরের সমাবেশ ঘিরে কোনো সংঘাতের আশঙ্কা নেই জানিয়েছেন তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন বর্জন করেছে। তবে সংবিধান মেনেই নির্বাচন হবে, কেউ বাধা দিতে পারবে না। দেশে নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ বিরাজ করছে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনকে ঘিরে দেশের কোথাও সংঘাত-সংঘর্ষ বা সহিংসতা ঘটনা ঘটেনি। বিএনপি ও তাদের দোসররাই নাশকতার করে যাচ্ছে। কিন্তু নাশকতা পরাজিত হয়ে, জনগণের শক্তির বিজয় হবে।