আ.লীগের সাথে দেনদরবারে ১৪ দলীয় জোটের শরীকরা
- আপডেট সময় : ১১:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে গেল বারের চেয়ে বেশি আসন চান ১৪ দলীয় জোটের শরিকরা। তারা বলছেন, শরিক দলগুলোর যোগ্য নেতাদের জায়গা করে দিলে জোট আরও শক্তিশালী হবে। তবে দল দেখে নয় প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতেই জোটের আসন ভাগাভাগি ও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান নেতারা।
অসাম্প্রদায়িক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা দলগুলো নিয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। বিগত দুটি জাতীয় নির্বাচনের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে শরিক দলগুলো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের আট জন প্রার্থী বিভিন্ন আসনে নির্বাচিত হন। এরমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তিনজন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৩জন, এবং অন্য দুই শরিক দল থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী নির্বাচনে শরিকদের সঠিকভাবে মূল্যায়ন করার দাবি জানান জোটের এই নেতা।
জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু জানান, যুক্তিসঙ্গতভাবেই জোটের প্রার্থী নির্ধারণ করা হবে। যোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে যে আসন থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, শরিকরা তা মেনে নেবে বলে জানান তিনি।
তবে দর কষাঘষিতে জোটের হয়ে গতবারের চেয়ে বেশি আসন চায় এই দুই নেতা এসকে শিকদার ও হাসানুল হক ইনু।
বিএনপি নির্বাচনে না এলেও অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মনে করেন ১৪ দলের নেতারা।