ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ পাবে ৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। ‘বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্ল্যাটফর্ম’– বিসিডিপি নামের এই তহবিলের আকার হবে প্রায় ৮০০ কোটি ডলার।

রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল– আইএমএফ। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। তাই বিসিডিপি বাস্তবায়নে সব সময় আইএমএফের সহযোগিতা ও পরামর্শ থাকবে। তহবিলের অর্থ ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়। যেসব জনগোষ্ঠীর জীবন ঝুঁকিতে রয়েছে তাদের সহায়তা করা হবে।

এই উদ্যোগে এই উদ্যোগে আইএমএফ ছাড়া অন্য যেসব সংস্থা রয়েছে, সেগুলো হচ্ছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি (এমআইজিএ), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), এজেন্সি ফ্র্যান্সাইস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), কোরিয়া সরকার এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

৮০০ কোটি ডলারের মধ্যে আইএমএফ দেবে ১৪০ কোটি ডলার। গত জানুয়ারিতে আইএমএফ যে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করেছে, এর মধ্যেই এটি অন্তর্ভুক্ত। এ ছাড়া বিশ্বব্যাংকের ১০০ কোটি, এআইআইবির ৪০ কোটি এবং কোরীয় সরকারের ৪ কোটি ডলার থাকছে। অন্য সংস্থাগুলোরও কমবেশি অর্থায়ন থাকছে।

সবচেয়ে বেশি সহায়তা দেবে এডিবি। সংস্থাটির পক্ষ থেকে এখন ৪০ কোটি ডলার প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৩ সালের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯০ কোটি ডলার, যার ৫৩ শতাংশই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয় করার কথা। এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে এডিবি ৫৫০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশই থাকছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ পাবে ৮০০ কোটি ডলার

আপডেট সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। ‘বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্ল্যাটফর্ম’– বিসিডিপি নামের এই তহবিলের আকার হবে প্রায় ৮০০ কোটি ডলার।

রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল– আইএমএফ। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। তাই বিসিডিপি বাস্তবায়নে সব সময় আইএমএফের সহযোগিতা ও পরামর্শ থাকবে। তহবিলের অর্থ ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়। যেসব জনগোষ্ঠীর জীবন ঝুঁকিতে রয়েছে তাদের সহায়তা করা হবে।

এই উদ্যোগে এই উদ্যোগে আইএমএফ ছাড়া অন্য যেসব সংস্থা রয়েছে, সেগুলো হচ্ছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা এজেন্সি (এমআইজিএ), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), এজেন্সি ফ্র্যান্সাইস দ্য ডেভেলপমেন্ট (এএফডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), কোরিয়া সরকার এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

৮০০ কোটি ডলারের মধ্যে আইএমএফ দেবে ১৪০ কোটি ডলার। গত জানুয়ারিতে আইএমএফ যে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করেছে, এর মধ্যেই এটি অন্তর্ভুক্ত। এ ছাড়া বিশ্বব্যাংকের ১০০ কোটি, এআইআইবির ৪০ কোটি এবং কোরীয় সরকারের ৪ কোটি ডলার থাকছে। অন্য সংস্থাগুলোরও কমবেশি অর্থায়ন থাকছে।

সবচেয়ে বেশি সহায়তা দেবে এডিবি। সংস্থাটির পক্ষ থেকে এখন ৪০ কোটি ডলার প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৩ সালের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯০ কোটি ডলার, যার ৫৩ শতাংশই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয় করার কথা। এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে এডিবি ৫৫০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশই থাকছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়।