জো বাইডেনের ছেলের নামে আরেকটি মামলা
- আপডেট সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি মামলা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার কর বছরে স্ব-মূল্যায়নকৃত আয়ের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি।
হান্টার বাইডেনের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে রয়েছে কর দাখিল না করা, ভুয়া ট্যাক্স রিটার্ন ও কর ধার্য মূল্যায়ন ফাঁকি।
৫৪ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী। গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ডেলাওয়্যার ফেডারেল আদালতে মাদকসেবী থাকার সময় আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা।
হান্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত। অভিযোগগুলো প্রমাণিত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।