টাঙ্গাইলে একই পরিবারের চারজনকে গাছে বেঁধে নির্যাতন
- আপডেট সময় : ০৯:০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের চার সদস্যকে সম্প্রতি গাছে বেঁধে নির্যাতন করেছে প্রতিপক্ষ। জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল নাইন এ কল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এরপর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্যাতনে জড়িতদের বিচার চেয়েছেন তারা। এদিকে, থানায় এ বিষয়ে এখনো কোন অভিযোগ দয়ের করেননি ভুক্তভোগীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জমি নিয়ে বিরোধের জেরে এভাবেই গাছে বেঁধে নির্যাতন করা হয় দুই নারীসহ একটি পরিবারের চার সদস্যকে। গত মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পুন্ডুরা গ্রামে ঘটেছে এই অমানবিক ঘটনা। ওই গ্রামের আলমগীর ও জব্বারের সাথে প্রতিবেশী কালু মিয়া সেখ ও তার ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছে। মারধরের এই ঘটনা ভিডিও করেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে কালু মিয়ার লোকজন মামলাধীন জমিতে ঘর নির্মাণ শুরু করে। নির্যাতিতরা এতে বাঁধা দিতে গেলে তাদের গাছের সাথে বেঁধে মারধর করা হয়। বাদ যাননি নারীরাও। ভাঙচুর করা হয় তাদের বাড়িঘর। পরে নির্যাতিত পরিবারের এক সদস্য ৯৯৯ এ ফোন দিলে, পুলিশ এসে তাদের উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর থেকে আতঙ্কে রয়েছেন নির্যাতিত পরিবারের সদস্যরা। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।
এমন অমানবিক ঘটনা যেন আর না ঘটে সেজন্য তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী স্থানীয়দের।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লাহ আজিজুর রহমান জানালেন, নির্যাতিত পরিবার থানায় এখনো কোন মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।