ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিউজিল্যান্ডে টি-২০ খেলতে দেশ ছেড়েছেন ৮ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট সিরিজ শেষ হতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা শুরু। এবার অবশ্য বাংলাদেশে নয়, নিউজিল্যান্ডের মাটিতে দেখা হবে দুই দেশের। আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনেতে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ দুটি।

দুই দলের টেস্ট সিরিজটি শুক্রবার শেষ হয় ১-১ সমতায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা সিলেটে প্রথম টেস্ট ১৫০ রানে জিতে এগিয়ে যায়। ঢাকায় বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টে কিউইরা ঘুরে দাঁড়ায় ৪ উইকেটের জয়ে। দুই বহরে ভাগ হয়ে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।

গতকাল রাতে দেশ ছেড়েছেন টেস্ট সিরিজের বাইরে থাকা আট ক্রিকেটার এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সোমবার যাবেন শান্ত, মুশফিকুর রহিম. মেহেদি হাসান মিরাজরা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শান্তর হাতেই থাকছে দলের নেতৃত্ব। ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর হবে ওয়ানডে তিনটি।

এর আগে ১৪ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজটি গত সেপ্টেম্বরে বাংলাদেশে ২-০’তে হেরেছিলো টাইগাররা। আর টি-টোয়েন্টিতে গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডে ট্রাই সিরিজের দুই সাক্ষাতেই হার হয়েছিলো বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে টি-২০ খেলতে দেশ ছেড়েছেন ৮ ক্রিকেটার

আপডেট সময় : ০৬:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

টেস্ট সিরিজ শেষ হতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা শুরু। এবার অবশ্য বাংলাদেশে নয়, নিউজিল্যান্ডের মাটিতে দেখা হবে দুই দেশের। আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনেতে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ দুটি।

দুই দলের টেস্ট সিরিজটি শুক্রবার শেষ হয় ১-১ সমতায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা সিলেটে প্রথম টেস্ট ১৫০ রানে জিতে এগিয়ে যায়। ঢাকায় বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টে কিউইরা ঘুরে দাঁড়ায় ৪ উইকেটের জয়ে। দুই বহরে ভাগ হয়ে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।

গতকাল রাতে দেশ ছেড়েছেন টেস্ট সিরিজের বাইরে থাকা আট ক্রিকেটার এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সোমবার যাবেন শান্ত, মুশফিকুর রহিম. মেহেদি হাসান মিরাজরা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শান্তর হাতেই থাকছে দলের নেতৃত্ব। ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর হবে ওয়ানডে তিনটি।

এর আগে ১৪ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজটি গত সেপ্টেম্বরে বাংলাদেশে ২-০’তে হেরেছিলো টাইগাররা। আর টি-টোয়েন্টিতে গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডে ট্রাই সিরিজের দুই সাক্ষাতেই হার হয়েছিলো বাংলাদেশের।