ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টি-টেনের নতুন চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্স

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টেনের গত আসরে ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। তবে, এক আসর পরই সেই আক্ষেপ ঘোচালো দলটি। আসরের অন্যতম সফল দল ডেকান গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে প্রথমবারের মতো টি-টেনের শিরোপা ঘরে তুলল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে ডেকান। জবাবে চার বল হাতে রেখে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউ ইয়র্ক।

৯২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় সাত রানেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় স্ট্রাইকার্স। বোল্টের বলে ফেরার আগে তিন বলে ছয় রান করেন তিনি। পরের ওভারে এক রান করা রহমানউল্লাহ গুরবাজকে বিদায় করেন নুয়ান তুষারা। এরপর দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট হারায় স্ট্রাইকার্স। ১২ বলে ১৪ রান করে রাসেলের শিকারে পরিণত হন তিনি। পরবর্তীতে আসিফ আলি ও পোলার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চার বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্ট্রাইকার্স।

এর আগে শুরুটা দারুণ হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ডেকান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-ডেভিড ভিসের ঝড়ে ৯২ রানের লক্ষ্য দিতে পারে। রাসেল ১৮ বলে ৩০ ও ভিসে ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডেকানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুনীল নারিন।

নিউজটি শেয়ার করুন

টি-টেনের নতুন চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্স

আপডেট সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

টি-টেনের গত আসরে ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। তবে, এক আসর পরই সেই আক্ষেপ ঘোচালো দলটি। আসরের অন্যতম সফল দল ডেকান গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে প্রথমবারের মতো টি-টেনের শিরোপা ঘরে তুলল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

গতকাল শনিবার (৯ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে ডেকান। জবাবে চার বল হাতে রেখে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউ ইয়র্ক।

৯২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় সাত রানেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় স্ট্রাইকার্স। বোল্টের বলে ফেরার আগে তিন বলে ছয় রান করেন তিনি। পরের ওভারে এক রান করা রহমানউল্লাহ গুরবাজকে বিদায় করেন নুয়ান তুষারা। এরপর দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট হারায় স্ট্রাইকার্স। ১২ বলে ১৪ রান করে রাসেলের শিকারে পরিণত হন তিনি। পরবর্তীতে আসিফ আলি ও পোলার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চার বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্ট্রাইকার্স।

এর আগে শুরুটা দারুণ হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ডেকান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-ডেভিড ভিসের ঝড়ে ৯২ রানের লক্ষ্য দিতে পারে। রাসেল ১৮ বলে ৩০ ও ভিসে ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডেকানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুনীল নারিন।