ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিজেদের নাক কাটল বার্সেলোনা, যাত্রাভঙ্গ রেয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই ম্যাচে কারো পক্ষে থাকবেন না। কারও পক্ষে থাকা কঠিন বটে, একদিকে জিরোনা- যারা জিতলেই টপকে যাবে মাদ্রিদকে। ওদিকে বার্সেলোনা-জিতলে তারা ঘাড়ে নিশ্বাস ফেলবে। এমন ম্যাচ ড্র হলেই বরং সবদিক থেকে সুবিধা আনচেলত্তির।

ম্যাচের ভেন্যু এস্তাদি অলিম্পিক লুইস কুমপানিস। এই মৌসুমে এই মাঠকেই ঘর বানিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে কাতালান অঞ্চলের সবচেয়ে পুঁচকে দলের বিপক্ষে তো ফেবারিট শাভি এরনান্দেসের শিষ্যরাই ছিলেন। কিন্তু ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শীর্ষে চলে গেছে জিরোনা।

এ মৌসুমের শুরু থেকেই চমকে দিচ্ছেন মিকেল ও তাঁর শীর্ষরা। একের পর এক জয়ে লিগে উপরের দিকে ছিল বলেই শুধু নয়, খেলার ধরনেও দলটি মুগ্ধ করেছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, আক্রমণাত্মক ফুটবল খেলছে তারা। ছোট দল বলে রক্ষণে ব্যস্ত থেকে প্রতি আক্রমণকে অস্ত্র মানে না দলটা। বরং যতটা সম্ভব বলের দখল রাখতে চায়।

বার্সেলোনার বিপক্ষে তাই জিরোনার ম্যাচ আগ্রহ জাগাচ্ছিল। বলের দখল রাখতে যে বার্সেলোনাও অনেক বেশি আগ্রহী। ম্যাচের শুরুটাও হয়েছে দারুণ। তবে রক্ষণে বার্সেলোনার হতচ্ছাড়া পারফরম্যান্সে ১০ মিনিটের মধ্যে জিরোনার দুবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। ইনাকি পেনিয়ার গ্লাভস এক দফা বাঁচিয়েছে বার্সেলোনাকে।

১২ মিনিটে দুর্দান্ত এক প্রতিআক্রমণ ঠেকানো সম্ভব হয়নি পেনিয়ার। মাত্র ৩ স্পর্শে বল পান আর্তেম দভবিক। ইউক্রেনিয়ান ফরোয়ার্ডের শট পোস্টে লাগলেও জালে ঠিকই ঢুকেছে। ৭ মিনিট পর কর্নার থেকে হেডে সমতা ফেরান রবের্ত লেভানদফস্কি।

কিন্তু মাদ্রিদ থেকে ধারে খেলতে যাওয়া মিগেল গুতিরেস প্রথমার্ধেই জোরাল এক শটে জিরোনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ সৃষ্টিতে এগিয়ে ছিল জিরোনা। তবে ৮ মিনিটে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ভ্যালেরি ফেরনান্দেসের গোলে রক্ষণেরই দায় বেশি। জুলস কুন্দের বোকামিতে গোলকিপারকে একা পেয়ে ব্যবধান ৩-১ করেন ফেরনান্দেস।

৯২ মিনিটে গুনদোয়ান ব্যবধান কমিয়ে আশা জাগান। পরের মিনিটেই ফাঁকায় বল পেয়েও হেড করে গোল করতে ব্যর্থ হন লেভানদফস্কি। যোগ করা সময়ের শেষ মিনিটে স্টুয়ানি জিরোনার হয়ে চতুর্থ গোল করেন।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে এখন জিরোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। গতকাল রাতেই ২-১ ব্যবধানের জয়ে তিনে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার সমান পয়েন্ট পেলেও এক ম্যাচ কম খেলেছে আতলেতিকো।

নিউজটি শেয়ার করুন

নিজেদের নাক কাটল বার্সেলোনা, যাত্রাভঙ্গ রেয়াল মাদ্রিদের

আপডেট সময় : ০৬:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই ম্যাচে কারো পক্ষে থাকবেন না। কারও পক্ষে থাকা কঠিন বটে, একদিকে জিরোনা- যারা জিতলেই টপকে যাবে মাদ্রিদকে। ওদিকে বার্সেলোনা-জিতলে তারা ঘাড়ে নিশ্বাস ফেলবে। এমন ম্যাচ ড্র হলেই বরং সবদিক থেকে সুবিধা আনচেলত্তির।

ম্যাচের ভেন্যু এস্তাদি অলিম্পিক লুইস কুমপানিস। এই মৌসুমে এই মাঠকেই ঘর বানিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে কাতালান অঞ্চলের সবচেয়ে পুঁচকে দলের বিপক্ষে তো ফেবারিট শাভি এরনান্দেসের শিষ্যরাই ছিলেন। কিন্তু ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শীর্ষে চলে গেছে জিরোনা।

এ মৌসুমের শুরু থেকেই চমকে দিচ্ছেন মিকেল ও তাঁর শীর্ষরা। একের পর এক জয়ে লিগে উপরের দিকে ছিল বলেই শুধু নয়, খেলার ধরনেও দলটি মুগ্ধ করেছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, আক্রমণাত্মক ফুটবল খেলছে তারা। ছোট দল বলে রক্ষণে ব্যস্ত থেকে প্রতি আক্রমণকে অস্ত্র মানে না দলটা। বরং যতটা সম্ভব বলের দখল রাখতে চায়।

বার্সেলোনার বিপক্ষে তাই জিরোনার ম্যাচ আগ্রহ জাগাচ্ছিল। বলের দখল রাখতে যে বার্সেলোনাও অনেক বেশি আগ্রহী। ম্যাচের শুরুটাও হয়েছে দারুণ। তবে রক্ষণে বার্সেলোনার হতচ্ছাড়া পারফরম্যান্সে ১০ মিনিটের মধ্যে জিরোনার দুবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। ইনাকি পেনিয়ার গ্লাভস এক দফা বাঁচিয়েছে বার্সেলোনাকে।

১২ মিনিটে দুর্দান্ত এক প্রতিআক্রমণ ঠেকানো সম্ভব হয়নি পেনিয়ার। মাত্র ৩ স্পর্শে বল পান আর্তেম দভবিক। ইউক্রেনিয়ান ফরোয়ার্ডের শট পোস্টে লাগলেও জালে ঠিকই ঢুকেছে। ৭ মিনিট পর কর্নার থেকে হেডে সমতা ফেরান রবের্ত লেভানদফস্কি।

কিন্তু মাদ্রিদ থেকে ধারে খেলতে যাওয়া মিগেল গুতিরেস প্রথমার্ধেই জোরাল এক শটে জিরোনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ সৃষ্টিতে এগিয়ে ছিল জিরোনা। তবে ৮ মিনিটে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ভ্যালেরি ফেরনান্দেসের গোলে রক্ষণেরই দায় বেশি। জুলস কুন্দের বোকামিতে গোলকিপারকে একা পেয়ে ব্যবধান ৩-১ করেন ফেরনান্দেস।

৯২ মিনিটে গুনদোয়ান ব্যবধান কমিয়ে আশা জাগান। পরের মিনিটেই ফাঁকায় বল পেয়েও হেড করে গোল করতে ব্যর্থ হন লেভানদফস্কি। যোগ করা সময়ের শেষ মিনিটে স্টুয়ানি জিরোনার হয়ে চতুর্থ গোল করেন।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে এখন জিরোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। গতকাল রাতেই ২-১ ব্যবধানের জয়ে তিনে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার সমান পয়েন্ট পেলেও এক ম্যাচ কম খেলেছে আতলেতিকো।