আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা ডি মারিয়ার

- আপডেট সময় : ১০:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না তিনি, ২০২৪ সালের কোপা আমেরিকা খেলে তুলে রাখবেন আর্জেন্টিনার জার্সি।
খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন আর্জেন্টিনার প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকাদেও একজন ডি মারিয়া। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ৩৫ বছরের এই তারকা ১৩২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন আর্জেন্টিনার। গোল করেছেন ২৯টি। সর্বশেষ বিশ^কাপের ফাইনালে গোল করেছেন ডি মারিয়া। তার গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা।
দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও বিশ^কাপ। ২০০৮ সালে অলিম্পিক পদকও পান তিনি। অনেকেই ধারণা করেছিল বিশ^কাপের পর তিনি অবসরে যাবেন। তবে এই তারকা ঘরের মাঠে কোপা আমেরিকা খেলেই দেশকে বিদায় জানাতে চান।
যদিও ডি মারিয়ার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আজ আর্জেন্টিনার বাছাইপর্বেও ম্যাচেও এই তারকা মাঠে নেমেছিলেন।