স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

- আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৫৮ বার পড়া হয়েছে

রহমতগঞ্জকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে মোহামেডান। শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ গোলে জয় পায় মোহামেডান।
এদিন শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। মোহামেডান আক্রমণে এগিয়ে থাকলেও কোনো ছাড় দেয়নি রহমতগঞ্জ। তবে খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। যদিও দুই দলই গোল করার মতো সহজ কয়েকটি সুযোগ তৈরি করেছিল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। প্রথম ১০ মিনিটে দুই দল তিনবার প্রতিপক্ষ শিবিরে হানা দেয়। তবে ৭২ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। উজবেক ফুটবলার মোজাফফরভ ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে লিড এনে দেন।
বক্সের মাত্র কয়েকগজ সামনে রহমতগঞ্জের ডিফেন্ডার মোহামেডানের ফরোয়ার্ডকে অবৈধভাবে বাধা দেন। সেখান থেকে ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন মোজাফফরভ। গোল খেয়ে রহমতগঞ্জ ম্যাচে সমতা আনার জন্য মরিয়া ছিল। তবে মোহামেডানের জমাট রক্ষণ তারা ভাঙতে পারেনি।
১৮ই ডিসেম্বর এই গোপালগঞ্জেই মোহামেডান ফাইনাল ম্যাচ খেলবে।