ভুল করে নিজেদের ৩ জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল
- আপডেট সময় : ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
গাজায় অভিযান চালানোর সময় ভুল করে নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ওই তিনজনকে দূর থেকে হুমকি ভেবে গুলি চালায় সেনারা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, এই ঘটনা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েরি সেনারা জিম্মি উদ্ধার অভিযানে গিয়েছিল। সেখানে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ভুল করে ওই তিন জিম্মিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। এ বিষয়ে তদন্ত করে শিগগিরই ব্যবস্থা নেওয় হবে।
নিহত তিন জিম্মির নাম প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাঁরা হলেন—ইয়োতাম হাইম, সামের তালালকা ও এলন শামরিজ। তিন জনকেই গত ৭ অক্টোবর হামলার পর হামাসের যোদ্ধারা তুলে নিয়ে গিয়েছিল।
অপর এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রায় ২০ শতাংশই নিজেদের হামলাতে নিহত হয়েছে। গাজায় স্থল অভিযানের সময় যে ২০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তাদের ১৩ জনকেই ভুল করে হামাস যোদ্ধা মনে করে গুলি করা হয়েছিল।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকা নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই মাসের বেশি সময় ধরে চলা গাজা অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৫০ হাজার ৫৯৪ জন।