ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যেসব গান শ্রোতাদের আলোচনায়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছু কিছু গান থাকে, যেগুলো মুক্তির পরপরই লুফে নেয় দর্শকরা। চলতি বছর তেমনই কিছু গান ও একটি অ্যালবাম ছিল শ্রোতাদের আলোচনায়। তবে এ বছর কানে এসেছে নান্দনিক সব সুর। আর চোখে লাগার মতো বিষয় হলো—সিনেমা, অ্যালবাম বা অনলাইন, যেখানেই মুক্তি পাক না কেন শুনেছে সব শ্রেণির শ্রোতাই।

দীর্ঘ একযুগ পর ২০২২ সালের ঈদুল ফিতরে বিরতি ভাঙেন নগরবাউল জেমস। চাঁদ রাতে প্রকাশ করেন নতুন গান ‘আই লাভ ইউ’। অনেকদিন পর ‘গুরু’কে পেয়ে আপ্লুত হন ভক্তরা। এরই ধারাবাহিকতায় চলতি বছরও ‘ঈদ উপহার’ দেন এই রকস্টার। গত ঈদুল ফিতরে প্রকাশ পায় তাঁর ‘সবই ভুল’। মুক্তির পরপরই ভক্তরা লুফে নেয় গানটি। গীতিকার বিশু সিকদারের সঙ্গে যৌথভাবে লেখা জেমসের এই গানের ইউটিউব ভিউ এখন ৬ মিলিয়নের ঘরে।

কিন্তু কোথায়
রোজার ঈদ আয়োজনে গানটি প্রকাশিত হয়। ব্যান্ড অবসকিওর ও কলকাতার তরুণ গায়ক দূর্বাদল বিশ্বাসের প্রথম গান ‘কিন্তু কোথায়’। অমিত গোস্বামীর লেখায় সুর দিয়েছেন দূর্বাদল বিশ্বাস। কণ্ঠ সাইদ হাসান টিপু ও দূর্বাদলের। সংগীত আয়োজনে অবসকিওর। অনেক গানের ভিড়ে এর গায়কি, সুর ও কথা তুমুল প্রশংসিত হয়। বিশেষত সুন্দর গীতিকবিতা নিয়ে অনেকেই কথা বলেছেন।

কথা কইও না
চলতি বছরের জুনে প্রকাশ পেয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের গান ‘কথা কইও না’। কবি হাশিম মাহমুদের কথায় এটি কণ্ঠে তোলেন গায়ক-অভিনেতা এরফান মৃধা শিবলু ও লোকসংগীত শিল্পী আলেয়া বেগম। সুরকার ও গিটারিস্ট ইমন চৌধুরীর সংগীতায়োজনে গাওয়া এই গান প্রকাশের পরই রীতিমতো ভাইরাল হয়ে যায়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বর্তমানে গানটির ভিউ ৪৭ মিলিয়ন।

https://youtu.be/VXDO1LQNx54

ও প্রিয়তমা
ঈদুল আজহায় দেশের ১০৭ সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’য় কণ্ঠ দেন বালাম ও কোনাল। আসিফ ইকবালের লেখা গানে সুর বুনেছেন আকাশ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসেন এই দুই শিল্পী। ভিডিওতে নজর কাড়েন শাকিব-ইধিকা। গানটির মতো সিনেমাটিও শেষ পর্যন্ত পায় সুপারহিট তকমা।

https://youtu.be/faTBdFBZTR4
ঈশ্বর
‘প্রিয়তমা’ চলচ্চিত্র মুক্তির পর ‘ঈশ্বর’ শিরোনামের গানটি দারুণ শ্রোতাপ্রিয় হয়। যে গানটির মাধ্যমে ৯ বছর পর চলচ্চিত্রের গানে সুর সংগীতে ফিরেছেন প্রিন্স মাহমুদ। কাব্যিক কথার এই গানটির গীতিকার সোমেশ্বর অলি। গেয়েছেন রিয়াদ।

দেওরা
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে আরও একটি আলোচিত গান ‘দেওরা’। এ বছরের ৭ মে মুক্তি পায় এটি। সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী অঞ্চলের নৌকাবাইচে জনপ্রিয় দেওরা গানের সঙ্গে এতে ফিউশন করেন প্রীতম হাসান। তিনি গেয়েছেন ‘এত সুরে রঙিন সোনার তরী’। আর লোকগানটি করেছেন ইসলাম উদ্দীন পালাকার। প্রীতমের সঙ্গে যৌথভাবে এর লিরিক লিখেছেন ফজলু মাঝি (ফজলুল হক)। ব্যাক ভোকালে ছিলেন আরমীন মুসা ও তাঁর ‘ঘাসফড়িং কয়্যার’। ইউটিউবে এখন পর্যন্ত গানটি শুনেছেন ৫৭ মিলিয়ন শ্রোতা।

এমন হয়নি আগে
দীর্ঘ ২২ বছর পর একসঙ্গে ফিরলেন সুরকার প্রিন্স মাহমুদ ও সংগীতশিল্পী মিজান। গত ঈদুল ফিতরে প্রকাশ পায় এই জুটির নতুন গান ‘এমন হয়নি আগে’। মুক্তির পরপরই ভক্তরা উন্মদনায় মেতে ওঠেন। স্যামুয়েল হকের লিরিকে গাওয়া এ গানের বর্তমান ইউটিউব ভিউ ৪ লাখের কাছাকাছি। তবে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে গানটি নিয়ে মেতেছিল, তা ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০০০ সালে প্রকাশ পেয়েছিল প্রিন্স মাহমুদের সুরে মিজানের গাওয়া ‘আজ আপন কাল পর’ গানটি।

আমরা হয়তো
এক যুগের ক্যারিয়ারে গানের কথা-সুরে শহরকে তুলে ধরেছেন নির্মাতা, গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পী আহমেদ হাসান; তাঁকে শ্রোতারা সানি নামে চেনেন। মৌলিক গানের পাশাপাশি বব ডিলান, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন তিনি। তবে তাঁর জন্য ‘হয়তো আমরা’ বিশেষ কিছু। কারণ এ গানটি পৌঁছে গেছে কয়েক মিলিয়ন শ্রোতার মাঝে। এটি নিয়ে অবিরত প্রশংসা মিলেছে। লেখা, সুর ও গায়কিতে আছেন সানি। আর মিউজিক করেছেন জাহিদ নীরব।

বাজার গরম
র‍্যাপার আলী হাসান মানেই ভাইরাল। যখন যে গানই প্রকাশ করেছেন, তা-ই লুফে নিয়েছেন নেটিজেনরা। গত আগস্টে প্রকাশ পায় তাঁর ‘বাজার গরম’ গানটি। যেখানে উঠে এসেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের হাঁসফাঁস। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এটি। ইউটিউবে বর্তমান ভিউ ২২ মিলিয়ন। জি-সিরিজের ব্যানারে প্রকাশিত এ গানের ভিডিও তৈরি করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

আমার দিকে তাকিয়ে সে
চলতি বছর মার্চে প্রকাশ পায় ব্যান্ড অ্যাশেজের নতুন অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’। এই অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’ গানটি মুক্তির পর থেকেই ভক্তদের মুখে মুখে ফিরছে। এ ছাড়া চমক হিসেবে গানটির ভিডিওচিত্রে মডেল হন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যা গানটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। ভিডিও পরিচালনায় ছিলেন অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ।

অ্যালবাম: অতৃতীয়
অনলাইনের যুগে অ্যালবাম প্রকাশের ঘটনা মোটামুটি বিরল। তবে সেই বিরল কাজটিই করেছেন আর্টসেল ব্যান্ডের সদস্যরা। এ বছরের মার্চে প্রকাশ পায় তাঁদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশ্যে আসায় উচ্ছ্বাসে ভাসেন ভক্তরা। ‘প্রতীতি’, ‘বাক্স বন্দি’, ‘বিপ্রতীপ’, ‘স্মৃতির আয়না’, ‘অসমাপ্ত সান্ত্বনা’ ও ‘অতৃতীয়’—এই ৬টি গানে আর্টসেলকে তাঁরা পান আবেগে মিশে থাকা আর্টসেলের মতোই। হাজারও একক গানের ভিড়ে উজ্জ্বল হয়ে ওঠে অ্যালবামটি।

নিউজটি শেয়ার করুন

যেসব গান শ্রোতাদের আলোচনায়

আপডেট সময় : ০৪:৫২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

কিছু কিছু গান থাকে, যেগুলো মুক্তির পরপরই লুফে নেয় দর্শকরা। চলতি বছর তেমনই কিছু গান ও একটি অ্যালবাম ছিল শ্রোতাদের আলোচনায়। তবে এ বছর কানে এসেছে নান্দনিক সব সুর। আর চোখে লাগার মতো বিষয় হলো—সিনেমা, অ্যালবাম বা অনলাইন, যেখানেই মুক্তি পাক না কেন শুনেছে সব শ্রেণির শ্রোতাই।

দীর্ঘ একযুগ পর ২০২২ সালের ঈদুল ফিতরে বিরতি ভাঙেন নগরবাউল জেমস। চাঁদ রাতে প্রকাশ করেন নতুন গান ‘আই লাভ ইউ’। অনেকদিন পর ‘গুরু’কে পেয়ে আপ্লুত হন ভক্তরা। এরই ধারাবাহিকতায় চলতি বছরও ‘ঈদ উপহার’ দেন এই রকস্টার। গত ঈদুল ফিতরে প্রকাশ পায় তাঁর ‘সবই ভুল’। মুক্তির পরপরই ভক্তরা লুফে নেয় গানটি। গীতিকার বিশু সিকদারের সঙ্গে যৌথভাবে লেখা জেমসের এই গানের ইউটিউব ভিউ এখন ৬ মিলিয়নের ঘরে।

কিন্তু কোথায়
রোজার ঈদ আয়োজনে গানটি প্রকাশিত হয়। ব্যান্ড অবসকিওর ও কলকাতার তরুণ গায়ক দূর্বাদল বিশ্বাসের প্রথম গান ‘কিন্তু কোথায়’। অমিত গোস্বামীর লেখায় সুর দিয়েছেন দূর্বাদল বিশ্বাস। কণ্ঠ সাইদ হাসান টিপু ও দূর্বাদলের। সংগীত আয়োজনে অবসকিওর। অনেক গানের ভিড়ে এর গায়কি, সুর ও কথা তুমুল প্রশংসিত হয়। বিশেষত সুন্দর গীতিকবিতা নিয়ে অনেকেই কথা বলেছেন।

কথা কইও না
চলতি বছরের জুনে প্রকাশ পেয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের গান ‘কথা কইও না’। কবি হাশিম মাহমুদের কথায় এটি কণ্ঠে তোলেন গায়ক-অভিনেতা এরফান মৃধা শিবলু ও লোকসংগীত শিল্পী আলেয়া বেগম। সুরকার ও গিটারিস্ট ইমন চৌধুরীর সংগীতায়োজনে গাওয়া এই গান প্রকাশের পরই রীতিমতো ভাইরাল হয়ে যায়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। বর্তমানে গানটির ভিউ ৪৭ মিলিয়ন।

https://youtu.be/VXDO1LQNx54

ও প্রিয়তমা
ঈদুল আজহায় দেশের ১০৭ সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’য় কণ্ঠ দেন বালাম ও কোনাল। আসিফ ইকবালের লেখা গানে সুর বুনেছেন আকাশ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসেন এই দুই শিল্পী। ভিডিওতে নজর কাড়েন শাকিব-ইধিকা। গানটির মতো সিনেমাটিও শেষ পর্যন্ত পায় সুপারহিট তকমা।

https://youtu.be/faTBdFBZTR4
ঈশ্বর
‘প্রিয়তমা’ চলচ্চিত্র মুক্তির পর ‘ঈশ্বর’ শিরোনামের গানটি দারুণ শ্রোতাপ্রিয় হয়। যে গানটির মাধ্যমে ৯ বছর পর চলচ্চিত্রের গানে সুর সংগীতে ফিরেছেন প্রিন্স মাহমুদ। কাব্যিক কথার এই গানটির গীতিকার সোমেশ্বর অলি। গেয়েছেন রিয়াদ।

দেওরা
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে আরও একটি আলোচিত গান ‘দেওরা’। এ বছরের ৭ মে মুক্তি পায় এটি। সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী অঞ্চলের নৌকাবাইচে জনপ্রিয় দেওরা গানের সঙ্গে এতে ফিউশন করেন প্রীতম হাসান। তিনি গেয়েছেন ‘এত সুরে রঙিন সোনার তরী’। আর লোকগানটি করেছেন ইসলাম উদ্দীন পালাকার। প্রীতমের সঙ্গে যৌথভাবে এর লিরিক লিখেছেন ফজলু মাঝি (ফজলুল হক)। ব্যাক ভোকালে ছিলেন আরমীন মুসা ও তাঁর ‘ঘাসফড়িং কয়্যার’। ইউটিউবে এখন পর্যন্ত গানটি শুনেছেন ৫৭ মিলিয়ন শ্রোতা।

এমন হয়নি আগে
দীর্ঘ ২২ বছর পর একসঙ্গে ফিরলেন সুরকার প্রিন্স মাহমুদ ও সংগীতশিল্পী মিজান। গত ঈদুল ফিতরে প্রকাশ পায় এই জুটির নতুন গান ‘এমন হয়নি আগে’। মুক্তির পরপরই ভক্তরা উন্মদনায় মেতে ওঠেন। স্যামুয়েল হকের লিরিকে গাওয়া এ গানের বর্তমান ইউটিউব ভিউ ৪ লাখের কাছাকাছি। তবে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে গানটি নিয়ে মেতেছিল, তা ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০০০ সালে প্রকাশ পেয়েছিল প্রিন্স মাহমুদের সুরে মিজানের গাওয়া ‘আজ আপন কাল পর’ গানটি।

আমরা হয়তো
এক যুগের ক্যারিয়ারে গানের কথা-সুরে শহরকে তুলে ধরেছেন নির্মাতা, গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পী আহমেদ হাসান; তাঁকে শ্রোতারা সানি নামে চেনেন। মৌলিক গানের পাশাপাশি বব ডিলান, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন তিনি। তবে তাঁর জন্য ‘হয়তো আমরা’ বিশেষ কিছু। কারণ এ গানটি পৌঁছে গেছে কয়েক মিলিয়ন শ্রোতার মাঝে। এটি নিয়ে অবিরত প্রশংসা মিলেছে। লেখা, সুর ও গায়কিতে আছেন সানি। আর মিউজিক করেছেন জাহিদ নীরব।

বাজার গরম
র‍্যাপার আলী হাসান মানেই ভাইরাল। যখন যে গানই প্রকাশ করেছেন, তা-ই লুফে নিয়েছেন নেটিজেনরা। গত আগস্টে প্রকাশ পায় তাঁর ‘বাজার গরম’ গানটি। যেখানে উঠে এসেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের হাঁসফাঁস। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এটি। ইউটিউবে বর্তমান ভিউ ২২ মিলিয়ন। জি-সিরিজের ব্যানারে প্রকাশিত এ গানের ভিডিও তৈরি করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

আমার দিকে তাকিয়ে সে
চলতি বছর মার্চে প্রকাশ পায় ব্যান্ড অ্যাশেজের নতুন অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’। এই অ্যালবামের ‘আমার দিকে তাকিয়ে সে’ গানটি মুক্তির পর থেকেই ভক্তদের মুখে মুখে ফিরছে। এ ছাড়া চমক হিসেবে গানটির ভিডিওচিত্রে মডেল হন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যা গানটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। ভিডিও পরিচালনায় ছিলেন অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ।

অ্যালবাম: অতৃতীয়
অনলাইনের যুগে অ্যালবাম প্রকাশের ঘটনা মোটামুটি বিরল। তবে সেই বিরল কাজটিই করেছেন আর্টসেল ব্যান্ডের সদস্যরা। এ বছরের মার্চে প্রকাশ পায় তাঁদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশ্যে আসায় উচ্ছ্বাসে ভাসেন ভক্তরা। ‘প্রতীতি’, ‘বাক্স বন্দি’, ‘বিপ্রতীপ’, ‘স্মৃতির আয়না’, ‘অসমাপ্ত সান্ত্বনা’ ও ‘অতৃতীয়’—এই ৬টি গানে আর্টসেলকে তাঁরা পান আবেগে মিশে থাকা আর্টসেলের মতোই। হাজারও একক গানের ভিড়ে উজ্জ্বল হয়ে ওঠে অ্যালবামটি।