ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
মার্কিন নির্বাচনের বেসরকারি ফলাফল :: ডোনাল্ড ট্রাম্প ২৬৫, কমলা হ্যারিস ১৯৪, ফলাফল হয়নি ৭৯। জয়ের জন্য প্রয়োজন: ২৭০

বিজয়ের দিনেই বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। পরাধীনতার শিকল ছিড়ে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের থেকে বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশের দামাল ছেলেরা। ঘড়ির কাটায় এ দেশে এখন ১৭ ডিসেম্বরের প্রথম প্রহর হলেও দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো ঠিক ১৬ ডিসেম্বরই আছে। বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা।

ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে আগেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের স্পিনারদের সামলানো। সেখানেই ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খান এবং নাহিদা আক্তারদের ঘূর্ণিতে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শনিবার (১৬ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১১৯ রানের বড় জয় পায় জ্যোতির দল।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন সুলতানা খাতুন। ৫ রান করে প্যাভিলিয়নে ফেরে দলটির অধিনায়ক লরা উলভার্ট। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনারকে ফেরায় মারুফা আক্তার। ৯ রানে ২ উইকেট হারানোর পর সুনে লুস এবং অ্যানেকে বচের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

বচ ও লুস যথাক্রমে ১৬ ও ৩১ রানে আউট হলে প্রোটিয়াদের চেপে ধরেন রাবেয়া ও ফাহিমা। তারা দুজনে ৪ উইকেট নিলে ৯৫ রানে ৮ উইকেট হারায় স্বাগতিক মেয়েরা। শেষদিকে এলিজ–মারি–মার্কস ও মাসাবাতা ক্লাসের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে, শনিবার (১৬ ডিসেম্বর) দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা আর ফারজানা হক মিলে যোগ করেন ৬৬ রান। মার্ক্সের বলে আউট হওয়ার আগে ৩৪ রান করেন শামিমা আর ফারজানার ব্যাট থেকে আসে ৩৫ রান।

ফারজানার বিদায়ের পর ক্রিজে আসেন জ্যোতি। মুর্শিদার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন তিনি। যেখানে জ্যোতির ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩৮ রান। শেষদিকে স্বর্ণা এসে রানের গতি বাড়িয়েছেন আরও অনেকটা। ২৮ বলে ২৭ রান করে স্কোর ২৫০ পর্যন্ত টেনে নিয়েছেন তিনি। ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা।

নিউজটি শেয়ার করুন

বিজয়ের দিনেই বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৪:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। পরাধীনতার শিকল ছিড়ে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের থেকে বিজয় ছিনিয়ে আনে বাংলাদেশের দামাল ছেলেরা। ঘড়ির কাটায় এ দেশে এখন ১৭ ডিসেম্বরের প্রথম প্রহর হলেও দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো ঠিক ১৬ ডিসেম্বরই আছে। বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা।

ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে আগেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের স্পিনারদের সামলানো। সেখানেই ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা। সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খান এবং নাহিদা আক্তারদের ঘূর্ণিতে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শনিবার (১৬ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১১৯ রানের বড় জয় পায় জ্যোতির দল।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন সুলতানা খাতুন। ৫ রান করে প্যাভিলিয়নে ফেরে দলটির অধিনায়ক লরা উলভার্ট। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনারকে ফেরায় মারুফা আক্তার। ৯ রানে ২ উইকেট হারানোর পর সুনে লুস এবং অ্যানেকে বচের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।

বচ ও লুস যথাক্রমে ১৬ ও ৩১ রানে আউট হলে প্রোটিয়াদের চেপে ধরেন রাবেয়া ও ফাহিমা। তারা দুজনে ৪ উইকেট নিলে ৯৫ রানে ৮ উইকেট হারায় স্বাগতিক মেয়েরা। শেষদিকে এলিজ–মারি–মার্কস ও মাসাবাতা ক্লাসের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে, শনিবার (১৬ ডিসেম্বর) দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা আর ফারজানা হক মিলে যোগ করেন ৬৬ রান। মার্ক্সের বলে আউট হওয়ার আগে ৩৪ রান করেন শামিমা আর ফারজানার ব্যাট থেকে আসে ৩৫ রান।

ফারজানার বিদায়ের পর ক্রিজে আসেন জ্যোতি। মুর্শিদার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন তিনি। যেখানে জ্যোতির ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩৮ রান। শেষদিকে স্বর্ণা এসে রানের গতি বাড়িয়েছেন আরও অনেকটা। ২৮ বলে ২৭ রান করে স্কোর ২৫০ পর্যন্ত টেনে নিয়েছেন তিনি। ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা।