২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

- আপডেট সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৫১২ বার পড়া হয়েছে

দেশ টিভির প্রধান কার্যালয় দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ২৬ তলা বিশিষ্ট এ টাওয়ারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব বলেন, সবার আগে সবশেষ খবর পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে, দেশ টিভির। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান জানান, ২০২৬ সালেই এ ভবনটি উদ্বোধন করা হবে। নতুন এই ভবনে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে দর্শকদের সামনে হাজির হবে, দেশটিভি।
নির্মাণকারী সংস্থা ইনস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান হক জানান, ২৬ তলা এ ভবনটি হচ্ছে শতভাগ পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল। যার ৬ তলাই হবে বেজমেন্ট। থাকবে অত্যাধুনিক কার পার্কিং। ভিত্তিপ্রস্তর উন্মোচনশেষে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেনসহ আরো অনেকে।