ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসিনা-মোদি বৈঠকে ৩টি সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি নিয়ে তিন দফা সমঝোতা স্মরক সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলেছে ওই বৈঠক। বৈঠকের ঠিক পরপরই নরেন্দ্র মোদি নিজের এক্স (টুইটারের নতুন নাম) অ্যাকাউন্টে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।

মোদি বলেন, ‘আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’

সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। ৩ দিনের এই সফরে, শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ ছাড়া আর্জেন্টিনা ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

হাসিনা-মোদি বৈঠকে ৩টি সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি নিয়ে তিন দফা সমঝোতা স্মরক সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলেছে ওই বৈঠক। বৈঠকের ঠিক পরপরই নরেন্দ্র মোদি নিজের এক্স (টুইটারের নতুন নাম) অ্যাকাউন্টে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।

মোদি বলেন, ‘আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’

সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। ৩ দিনের এই সফরে, শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ ছাড়া আর্জেন্টিনা ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন তিনি।