লোহিত সাগরে বহুজাতিক টহল দল গঠনের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
টানা আড়াই মাসের বেশি গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে লোহিত সাগর পাড়ি দেয়া জাহাজ লক্ষ্য করে হুথি বাহিনীর হামলা বেড়ে যাওয়ায় বহুজাতিক টহল দল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
খান ইউনিস, রাফাসহ গাজার আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদসহ বিভিন্ন অলিগলিতে বিমান হামলা ও স্থল বাহিনীর অভিযান জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত নারী-শিশুসহ অনেক নিরস্ত্র ফিলিস্তিনি নির্মমভাবে নিহত হন। গত ৭ অক্টোবর থেকে বর্বর অভিযানে এ পর্যন্ত ১৯ হাজার পাঁচশ’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্থাপনা মাটিতে মিশিয়ে দেয়ার পর এবার বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
ইসরায়েল সফরে যাওয়া অস্টিন জানান, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হামলা প্রতিরোধে বহুজাতিক টহল দলে আছে বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সসহ ১০টি দেশ। তার দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে, বৃদ্ধ তিন জিম্মির ভিডিও বক্তব্য প্রকাশ করায় হামাসের নিন্দায় সংবাদ সম্মেলন করেছে ইসরায়েলের সেনা সদর। বলা হয়েছে, ভিডিওটি নিরপরাধ মানুষের উপর হামাসের নৃশংসতার নজির। জিম্মি মুক্তিতে গুরুত্ব না দেয়ায় ওই ভিডিওতে তিন প্রবীণ ব্যক্তি ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সূত্র: রয়টার্স, আল জাজিরা