ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশপ্রেম ও বাণিজ্যিক চলচ্চিত্রের বছর ২০২৩

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারুণ কিছু সম্ভাবনাময় চলচ্চিত্রের সাইনিং ও সিনেমা মুক্তি দিয়ে পার হচ্ছে ২০২৩ সিনে ক্যালেন্ডার। চওড়া হাসির বিষয়টি হলো—বিগত কয়েক দশকে এত বেশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনো বছরে আসেনি। তেমনি বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে ধুন্ধুমার ব্যবসা এসেছে। তবে সব ছাপিয়ে প্রভাব বিস্তার করা চলচ্চিত্রগুলো রাখা হলো ইনডিপেনডেন্ট আলোচনার ফর্দে—

মুজিব: একটি জাতির রূপকার
বিগত কয়েক বছর ধরেই চলচ্চিত্রটি ছিল আলোচনায়। এর প্রধানতম কারণ—এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি। ভারতীয় শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবির কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন আরিফিন শুভ। সিনেমাটি ১৩ অক্টোবর দেশের দেড় শতাধিক হলে মুক্তি পায়। টানা কয়েক সপ্তাহ চলেছে এটি। ট্রেলার নিয়ে প্রথমে সমালোচনা হলেও ছবি মুক্তি পর তা একেবারে উবে গেছে। ছোট-খাটো কিছু বিচ্যুতি নিয়ে কথা হলেও সর্বমহলেও কাজটি প্রশংসিত হয়। এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমায় বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। এতে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন।

ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২
বছরের মুক্তিপ্রাপ্ত প্রথম আলোচিত চলচ্চিত্র এটি। পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র; যার প্রথম খণ্ড ২০২১ সালের মুক্তি পেয়েছিল। সেটার নাম—মিশন এক্সট্রিম। দুটিই পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত। ছবিটি নিয়ে তুমুল আলোচনা ছিল। তবে হলে খুব বেশিদিন প্রভাব ধরে রাখতে পারেনি। সিনেমার মাধ্যমে সিক্সপ্যাক মাসলম্যান আরিফিন শুভকে পায় ভক্তরা।

সাঁতাও
উজানের বাঁধে মরুভূমিতে রূপ নেওয়া ভাটি অঞ্চলের কৃষকের হাত-পা বাঁধা প্রকৃতি আর এলাকার প্রভাবশালীদের কাছে। সেই কৃষকদের যাপিত জীবনের যন্ত্রণা আর সংগ্রাম নিয়ে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। এর মাধ্যমে দেশের প্রথম গণঅর্থায়নের ছবির প্রদর্শনী দেখতে পায় দর্শকরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয় ‘সাঁতাও’। পেয়েছে আন্তর্জাতিক সম্মানও। খন্দকার সুমনের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় সিনেমাটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে।

লিডার—আমিই বাংলাদেশ
টানা কয়েক বছর ম্রিয়মাণ থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান এ ছবির মাধ্যমে ছন্দে ফেরেন। রোজার ঈদে মুক্তি পাওয়ায় দারুণ ব্যবসাও করে ছবিটি। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তপু খানের প্রথম সিনেমা এটি। ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। মহল্লার যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যুবককে কেন্দ্র করেই ছবির কাহিনি। সিনেমায় শাকিব খানের লুকটিও দারুণ প্রশংসিত হয়।

সুড়ঙ্গ
প্রায় দুই দশক ধরে নাটকে অভিনয় করা আফরান নিশোর প্রথম চলচ্চিত্র এটি। ছবিটি বাজিমাত করে। দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে দারুণ সাড়া মেলে। এর মাধ্যমে নির্মাতা রায়হান রাফীও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ছবিতে নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এ সিনেমাকে কেন্দ্র করেই শাকিবিয়ানদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় নিশোর ভক্তরা। নিশোও বেফাঁস কিছু মন্তব্য করে বসেন। সব মিলিয়ে পর্দা ও পর্দার বাইরে তুমুল জমে ওঠে সুড়ঙ্গ। কোরবানির ঈদ উপলক্ষে এটি মুক্তি পায়।

অন্তর্জাল
বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এটি। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন এর পরিচালক। তাঁর মতে, ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ও অন্তর্জাল চলচ্চিত্র একটি ট্রিলজি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি পায়।

প্রিয়তমা
বিগত দুই যুগ ঢাকাই ছবি নেতৃত্ব দেওয়া শাকিব খানের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র এটি। ছবিটির মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন এই তারকা। এটি এতটাই সফল হয় যে, দেশের মাইলফলক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র সঙ্গে বারবার উচ্চারিত হয় নামটি। দেশ-বিদেশে ছবিটি ব্যাপক প্রশংসা পায়। সিনেমার জন্য পরিচালক হিমেল আশরাফ ও নায়িকা কলকাতার ইধিকা পাল পেয়েছেন স্তুতিবাক্য। এটির ব্যবসায়িকভাবে সফল হওয়ার পর শাকিব ছেড়ে দিয়েছেন তার অনেক চলচ্চিত্র। হাঁকিয়েছেন উচ্চ দর। জানা যায়, এখন থেকে ঈদের ছবিতে পারিশ্রমিক নেবেন কোটি টাকার ওপর। যা বাংলাদেশি কোনো নায়কের জন্যও প্রথমবারের মতো ঘটনা।

https://youtu.be/faTBdFBZTR4

নিউজটি শেয়ার করুন

দেশপ্রেম ও বাণিজ্যিক চলচ্চিত্রের বছর ২০২৩

আপডেট সময় : ০৬:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

দারুণ কিছু সম্ভাবনাময় চলচ্চিত্রের সাইনিং ও সিনেমা মুক্তি দিয়ে পার হচ্ছে ২০২৩ সিনে ক্যালেন্ডার। চওড়া হাসির বিষয়টি হলো—বিগত কয়েক দশকে এত বেশি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনো বছরে আসেনি। তেমনি বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে ধুন্ধুমার ব্যবসা এসেছে। তবে সব ছাপিয়ে প্রভাব বিস্তার করা চলচ্চিত্রগুলো রাখা হলো ইনডিপেনডেন্ট আলোচনার ফর্দে—

মুজিব: একটি জাতির রূপকার
বিগত কয়েক বছর ধরেই চলচ্চিত্রটি ছিল আলোচনায়। এর প্রধানতম কারণ—এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি। ভারতীয় শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবির কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন আরিফিন শুভ। সিনেমাটি ১৩ অক্টোবর দেশের দেড় শতাধিক হলে মুক্তি পায়। টানা কয়েক সপ্তাহ চলেছে এটি। ট্রেলার নিয়ে প্রথমে সমালোচনা হলেও ছবি মুক্তি পর তা একেবারে উবে গেছে। ছোট-খাটো কিছু বিচ্যুতি নিয়ে কথা হলেও সর্বমহলেও কাজটি প্রশংসিত হয়। এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমায় বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে। এতে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন।

ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২
বছরের মুক্তিপ্রাপ্ত প্রথম আলোচিত চলচ্চিত্র এটি। পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র; যার প্রথম খণ্ড ২০২১ সালের মুক্তি পেয়েছিল। সেটার নাম—মিশন এক্সট্রিম। দুটিই পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা, তাসকিন রহমান, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত। ছবিটি নিয়ে তুমুল আলোচনা ছিল। তবে হলে খুব বেশিদিন প্রভাব ধরে রাখতে পারেনি। সিনেমার মাধ্যমে সিক্সপ্যাক মাসলম্যান আরিফিন শুভকে পায় ভক্তরা।

সাঁতাও
উজানের বাঁধে মরুভূমিতে রূপ নেওয়া ভাটি অঞ্চলের কৃষকের হাত-পা বাঁধা প্রকৃতি আর এলাকার প্রভাবশালীদের কাছে। সেই কৃষকদের যাপিত জীবনের যন্ত্রণা আর সংগ্রাম নিয়ে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। এর মাধ্যমে দেশের প্রথম গণঅর্থায়নের ছবির প্রদর্শনী দেখতে পায় দর্শকরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয় ‘সাঁতাও’। পেয়েছে আন্তর্জাতিক সম্মানও। খন্দকার সুমনের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় সিনেমাটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে।

লিডার—আমিই বাংলাদেশ
টানা কয়েক বছর ম্রিয়মাণ থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান এ ছবির মাধ্যমে ছন্দে ফেরেন। রোজার ঈদে মুক্তি পাওয়ায় দারুণ ব্যবসাও করে ছবিটি। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তপু খানের প্রথম সিনেমা এটি। ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। মহল্লার যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যুবককে কেন্দ্র করেই ছবির কাহিনি। সিনেমায় শাকিব খানের লুকটিও দারুণ প্রশংসিত হয়।

সুড়ঙ্গ
প্রায় দুই দশক ধরে নাটকে অভিনয় করা আফরান নিশোর প্রথম চলচ্চিত্র এটি। ছবিটি বাজিমাত করে। দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে দারুণ সাড়া মেলে। এর মাধ্যমে নির্মাতা রায়হান রাফীও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ছবিতে নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এ সিনেমাকে কেন্দ্র করেই শাকিবিয়ানদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় নিশোর ভক্তরা। নিশোও বেফাঁস কিছু মন্তব্য করে বসেন। সব মিলিয়ে পর্দা ও পর্দার বাইরে তুমুল জমে ওঠে সুড়ঙ্গ। কোরবানির ঈদ উপলক্ষে এটি মুক্তি পায়।

অন্তর্জাল
বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এটি। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন এর পরিচালক। তাঁর মতে, ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ও অন্তর্জাল চলচ্চিত্র একটি ট্রিলজি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি পায়।

প্রিয়তমা
বিগত দুই যুগ ঢাকাই ছবি নেতৃত্ব দেওয়া শাকিব খানের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র এটি। ছবিটির মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন এই তারকা। এটি এতটাই সফল হয় যে, দেশের মাইলফলক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র সঙ্গে বারবার উচ্চারিত হয় নামটি। দেশ-বিদেশে ছবিটি ব্যাপক প্রশংসা পায়। সিনেমার জন্য পরিচালক হিমেল আশরাফ ও নায়িকা কলকাতার ইধিকা পাল পেয়েছেন স্তুতিবাক্য। এটির ব্যবসায়িকভাবে সফল হওয়ার পর শাকিব ছেড়ে দিয়েছেন তার অনেক চলচ্চিত্র। হাঁকিয়েছেন উচ্চ দর। জানা যায়, এখন থেকে ঈদের ছবিতে পারিশ্রমিক নেবেন কোটি টাকার ওপর। যা বাংলাদেশি কোনো নায়কের জন্যও প্রথমবারের মতো ঘটনা।

https://youtu.be/faTBdFBZTR4