ব্রেকিং নিউজ ::
নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়
ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৭:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ ফুটবলে লাতিন অঞ্চলের বাচাই পর্বের খেলায় বড় জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। নেইমার ও রদ্রিগোর জোড়া গোলে ব্রাজিল ৫-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে। খেলা শুরুর ২৪ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৭ মিনিটে রাফিনিয়ার গোলে ফলাফল দ্বিগুন হয় দলটির।
৫৩ মিনিটে আরেকটি গোল করে নিজের জোড়া গোল তুলে নেন রদ্রিগো। ৬১ মিনিট এবং শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে ব্রাজিলের পক্ষে দুটি গোল করে নিজের জোড়া গোল তুলে নেন দলের তারকা ফুটবলার নেইমারও। ভিক্টোর আব্রেগোর একমাত্র গোলে বলিভিয়া ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ হয় দলটি। ফলে ৫-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।