ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতে একদিনে করোনা শনাক্ত ৬৪০ জনের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৭ জনে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ শুক্রবার সকাল ৮টায় পাওয়া তথ্য মতে, কেরালা রাজ্যে একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩২৮ জনে। করোনা থেকে সুস্থ হয়েছে এখন পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৮৭জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, করোনা থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে মৃত্যুহার মাত্র ১ দশমিক ১৯ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে শনাক্ত হওয়া রোগিদের মধ্যে ২৬৫জনই কেরালার। এ নিয়ে কেরালায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৬ জনে। এই রাজ্যের তিরুবনন্তপুরমে গতকাল এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে কেরালায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৬০জন মানুষ মারা গেছে।

প্রায় সাত মাস আগে করোনাবিষয়ক জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারপর সম্প্রতি বিশ্বজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। চলতি মাসে ভারতের নয়ডায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়। এরপর কেরালায় তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ভারতের পাশের দেশ সিঙ্গাপুরেও গত এক সপ্তাহে ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে মাস্ক পরিধান করা ও সম্ভাব্য দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ভারতে একদিনে করোনা শনাক্ত ৬৪০ জনের

আপডেট সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৭ জনে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ শুক্রবার সকাল ৮টায় পাওয়া তথ্য মতে, কেরালা রাজ্যে একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩২৮ জনে। করোনা থেকে সুস্থ হয়েছে এখন পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৮৭জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, করোনা থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে মৃত্যুহার মাত্র ১ দশমিক ১৯ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে শনাক্ত হওয়া রোগিদের মধ্যে ২৬৫জনই কেরালার। এ নিয়ে কেরালায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৬ জনে। এই রাজ্যের তিরুবনন্তপুরমে গতকাল এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে কেরালায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৬০জন মানুষ মারা গেছে।

প্রায় সাত মাস আগে করোনাবিষয়ক জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারপর সম্প্রতি বিশ্বজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। চলতি মাসে ভারতের নয়ডায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়। এরপর কেরালায় তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ভারতের পাশের দেশ সিঙ্গাপুরেও গত এক সপ্তাহে ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে মাস্ক পরিধান করা ও সম্ভাব্য দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।