ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
- আপডেট সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নির্বাচনী ইশতেহারে দেশের জনগণের প্রতি দুর্নীতি-দুর্বৃত্তায়ন দমনসহ ২৮ দফা অঙ্গীকার ব্যক্ত করেছে ১৪ দলীয় জোটের শরিক দলটি।
শনিবার (২৩শে ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহমেদ বকুল।
নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে নূর আহমেদ বকুল বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সারাদেশে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। সবাই নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ১৪ দলের শরিক সংগঠন। আমরা জোটগতভাবেই নির্বাচন করছি৷ পাশাপাশি আমরা আলাদাভাবেও প্রার্থী দিয়েছি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৩ জন প্রার্থী দলীয় প্রতীত হাতুড়ি প্রতীকে নির্বাচন করছেন। আর দুইজন প্রার্থী জোটের অধীনে নৌকা মার্কায় নির্বাচন করছেন। নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ সার্বিকভাবে দেশ পরিচালনার একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেশবাসীর কাছে উপস্থাপন করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী কমিটির আহ্বায়ক ও পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, আনিসুর রহমান মল্লিক, এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ সামসীর, তপন দত্ত।