ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জি-২০ জোটে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে।

সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন।

মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।

এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান। ২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

জি-২০ জোটে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন

আপডেট সময় : ০৯:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ শনিবার (৯ই সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে।

সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন।

মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।

এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান। ২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।