গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব মিসরের
- আপডেট সময় : ০৭:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে নতুন একটি প্রস্তাব দিয়েছে মিসর। এতে বলা হয়েছে, গাজায় ১৪ দিনের যুদ্ধবিরতি থাকবে । এর বিনিময়ে হামাস ৪০ জন জিম্মিকে ছেড়ে দেবে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মিসর তিন ধাপের পরিকল্পনা নিয়েছে। প্রস্তাব অনুযায়ী, জিম্মি মুক্তির সময় গাজায় সব ধরনের হামলা ও নজরদারি বন্ধ রাখবে ইসরাইল। এছাড়া তারা ১২০ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।
তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও ৪০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে পরিকল্পনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে গাজায় একটি জরুরি নিরাপত্তা সরকার নিয়ে আলোচনা হবে। এই সরকারে হামাসসহ গাজার সব গোষ্ঠী থাকবে।
আর তৃতীয় ধাপে রয়েছে দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রস্তাব। এই ধাপে আরও জিম্মিকে মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলের সব সেনা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। তবে মিসরের এই প্রস্তাব প্রকাশের পর ইসরাইলের একটি সূত্র সংবাদমাধ্যম মারিভকে জানায়, প্রস্তাবের কিছু অংশ অগ্রহণযোগ্য। যদিও মিসরের এই উদ্যোগ আলোচনার পথ তৈরি করবে বলেই ধারণা তাদের।