ম্যানইউর ২৫ শতাংশ শেয়ার কিনলেন ব্রিটিশ ধনকুবের

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৬১ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ। ম্যানইউয়ের পূর্ণ মালিকানা কিনতে চেয়েছিলেন র্যাটক্লিফ।
তবে ক্লাবের বর্তমান মালিক গ্লেজার পরিবার অতিরিক্ত দাম চাওয়ায় সে আশা থেকে সরে আসেন তিনি। শেষ পর্যন্ত ক্লাবের ২৫ শতাংশ শেয়ার কিনেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। চারভাগের একভাগ মালিকানা পেতে র্যাটক্লিফকে খরচ করতে হচ্ছে ১২৫ কোটি পাউন্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে ভবিষ্যতে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড বিনিয়োগ করবেন তিনি। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তাঁর প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড।